Ajker Patrika

মুক্তাগাছায় ছুরিকাঘাতে কাউন্সিলরের ছেলে নিহত

মুক্তাগাছা (ময়মনসিংহ) প্রতিনিধি 
আপডেট : ০৬ অক্টোবর ২০২২, ১৩: ০২
Thumbnail image

ময়মনসিংহের মুক্তাগাছায় ছুরিকাঘাতে শান্ত রহমান (১৭) নামের এক কিশোর নিহত হয়েছে। এ ঘটনায় সাজ্জাত হোসেন শিমুল (২২) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। 

গতকাল বুধবার রাত ৯টার দিকে পৌর শহরের আয়মান নদীর প্রতিমা বিসর্জন ঘাট থেকে কিছুটা দূরে গরুর হাটে এ ঘটনা ঘটে।

শান্ত রহমানের বাড়ি শহরের মুজাটি কাউনডাঙ্গার চর এলাকায়। পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মতিউর রহমান ও উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান আজিজা রহমান দম্পতির ছেলে সে। শহরের নবারুণ বিদ্যানিকেতনের নবম শ্রেণির শিক্ষার্থী ছিল। 

পরিবারের সদস্যরা জানান, কয়েক যুবক প্রতিমা বিসর্জনের পর তাকে ছুরিকাঘাত করে। গুরুতর আহত অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়। 

মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান বলেন, নিহত শান্তর সঙ্গে থাকা সাজ্জাত হোসেন শিমুল নামে এক যুবককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। তার কাছ থেকে নেশাজাতীয় ইনজেকশন ও চাপাতি জব্দ করা হয়েছে। তবে দুর্গাপূজা বা বিসর্জনের সঙ্গে এ ঘটনার কোনো সম্পৃক্ততা নেই। ঘটনার প্রকৃত কারণ জানার চেষ্টা চলছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত