Ajker Patrika

ময়মনসিংহে কখন কোথায় ঈদের জামাত

ময়মনসিংহ প্রতিনিধি
আপডেট : ১৫ এপ্রিল ২০২৫, ১৯: ১৩
ময়মনসিংহে কখন কোথায় ঈদের জামাত

ময়মনসিংহ জেলার প্রায় ২ হাজার ৫০০টি স্থানে পবিত্র ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হবে। এর মধ্যে প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল ৭ টা ৩০ মিনিটে নগরীর কাঁচিঝুলির আঞ্জুমান ঈদগাহ মাঠে। একই স্থানে দ্বিতীয় জামাত হবে সকাল ৮ টা ৩০ মিনিটে। প্রথম জামাতের ইমামতি করবেন হাফেজ মুফতি আবদুল্লাহ আল মামুন এবং দ্বিতীয় জামাতে ইমামতি করবেন হাফেজ মাওলানা আতিকুর রহমান।

আজ শনিবার বিকেলে এসব তথ্য নিশ্চিত করেছেন ইসলামিক ফাউন্ডেশনের ময়মনসিংহ কার্যালয়ের পরিচালক (চলতি দায়িত্ব) মো. আবদুর রাজজাক। এ লক্ষ্যে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলেও জানিয়েছেন তিনি।

এই কর্মকর্তা আরও জানান, নগরের চকবাজারের ঐতিহ্যবাহী বড় মসজিদে সকাল ৮টা ৩০ মিনিটে ঈদ জামাতে ইমামতি করবেন মাওলানা মো. আবদুল হক। আকুয়া বাইপাস এলাকায় মাদানীনূর মার্কাজ মসজিদ মাঠে সকাল ৭টায়, বলাশপুর ঈদগাহ মাঠে সকাল ৮টা ৩০ মিনিটে, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদের মাঠে সকাল ৮ টা ৩০ মিনিটে ঈদ জামাত অনুষ্ঠিত হবে। 

এগুলোসহ সদরের ১৬টি স্থানে বড় ঈদ জামাত অনুষ্ঠিত হবে। এর বাইরে ছোটছোট অনেকগুলো জামাত অনুষ্ঠিত হবে।

পবিত্র ঈদুল আজহার নামাজকে ঘিরে কোনো শঙ্কা নেই জানিয়ে জেলা পুলিশ সুপার মাছুম আহাম্মেদ ভূঞা বলেন, যেসব বড় বড় স্থানে ঈদের নামাজ অনুষ্ঠিত হবে, সেখানে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

মির্জা ফখরুলের কাছে অভিযোগ, ১৬ দিনের মাথায় ঠাকুরগাঁও থানার ওসি বদলি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত