Ajker Patrika

ভালুকায় ৩ দিন পর নিখোঁজ শিশুর লাশ উদ্ধার

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি
Thumbnail image
প্রতীকী ছবি

তিন দিন নিখোঁজের পর ময়মনসিংহের ভালুকায় মাছের খামার থেকে রেদুয়ান (৮) নামে এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রোববার মৎস্য খামারে লাশ ভাসতে দেখে পুলিশকে জানায় স্থানীয় লোকজন। খবর পেয়ে রাতেই পুলিশ লাশটি উদ্ধার করে।

রেদুয়ান ওই উপজেলার বহুলী গ্রামের আশরাফুল আলমের ছেলে।

পরিবার সূত্রে জানা যায়, উপজেলার বহুলী গ্রামের পৈতৃক বাড়ি থেকে গত মঙ্গলবার তার মায়ের সঙ্গে রেদুয়ান একই উপজেলার নিশিন্দা গ্রামে নানার বাড়িতে বেড়াতে আসে। পরে শুক্রবার দুপুর থেকে রেদুয়ান নিখোঁজ হয়। অনেক খোঁজাখুঁজি করে তাকে কোথাও না পেয়ে গতকাল রেদুয়ানের বাবা আশরাফুল আলম ভালুকা মডেল থানায় একটি জিডি করেন। এর আগে পরিবারের কাছে অজ্ঞাত মোবাইল নম্বর থেকে কল দিয়ে ৪০ হাজার টাকা দাবি করা হয়।

জানতে চাইলে ভালুকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সামছুল হুদা খান বলেন, ‘খবর পেয়ে রাতেই লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নারীদের খেলায় আর নাক গলাবে না, দেশ ও বিশ্ববাসীর কাছে ক্ষমা চাইল ভাঙচুরকারীরা

বিয়ে করলেন সারজিস আলম

অস্ট্রেলিয়ার বিপক্ষে লড়ছে শ্রীলঙ্কা, ভারত-ইংল্যান্ড ম্যাচ কোথায় দেখবেন

ইতালি নেওয়ার কথা বলে লিবিয়ায় ফরিদপুরের ২ জনকে গুলি করে হত্যা

সাবেক শিক্ষার্থীর প্রাইভেট কারে ধাক্কা, জাবিতে ১২ বাস আটকে ক্ষতিপূরণ আদায় ছাত্রদলের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত