Ajker Patrika

ভালুকায় আগুনে দগ্ধ হয়ে বাবার পর ছেলের মৃত্যু

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি 
ভালুকায় আগুনে দগ্ধ হয়ে বাবার পর ছেলের মৃত্যু

ময়মনসিংহের ভালুকায় সিলিন্ডার গ্যাস লিকেজ হয়ে আগুনে দগ্ধ বাবা আবদুল মালেক পাঠান মারা যান। এ ঘটনায় আজ মঙ্গলবার ভোরে তাঁর আহত ছেলে কাজল পাঠানও ঢাকা শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

তারা ভালুকা উপজেলার মল্লিকবাড়ী ইউনিয়নের ভান্ডাব নামাপাড়া গ্রামের বাসিন্দা। গত রোববার (৯ অক্টোবর) ভোরে আবদুল মালেক পাঠান চিকিৎসাধীন অবস্থায় ওই হাসপাতালেই মারা যান।

ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন চিকিৎসাধীন আগুনে দগ্ধ কাজল পাঠানের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে শনিবার (৮ অক্টোবর) সকাল সোয়া ৭টায় ভালুকা কোর্ট ভবন এলাকায় জব্বার টাওয়ারের আন্ডার গ্রাউন্ডে সিলিন্ডার গ্যাস লিকেজ হয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে আবদুল মালেক পাঠান (৬০) ও তাঁর ছেলে কাজল পাঠানের (৩০) শরীরের বেশির ভাগ অংশই দগ্ধ হয়ে যায়। পরে তাঁদেরকে উদ্ধার করে প্রথমে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে ঢাকা শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আবদুল মালেক পাঠান রোববার ভোরে মারা যান। এরপর আজ ভরো তাঁর ছেলে কাজল পাঠানও ভোরে মারা যান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তির দিনে এনসিপির শীর্ষ ৫ নেতা হঠাৎ কক্সবাজারে কেন

জাপায় নতুন মোড়: আনিসুল ইসলাম ভারপ্রাপ্ত চেয়ারম্যান, বহিষ্কৃতদের পুনর্বহাল

জুলাই ঘোষণাপত্র: গণ-অভ্যুত্থানের দলিলে যা যা রয়েছে

২৪ ঘণ্টার মধ্যে ভারতের শুল্ক অনেক বাড়িয়ে দেব: ট্রাম্পের হুমকি

যুক্তরাষ্ট্রে পর্যটন ভিসা পেতে লাগতে পারে ১১ লাখ টাকার জামানত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত