Ajker Patrika

ভালুকায় ধর্ষণ মামলার আসামি কারাগারে 

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি 
ভালুকায় ধর্ষণ মামলার আসামি কারাগারে 

ময়মনসিংহের ভালুকা উপজেলার জামিরদিয়া গ্রামে এক গৃহবধূ (৩০) ধর্ষণের মামলায় পুলিশ মফিজ উদ্দিন (৫০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। আজ বুধবার সকালে তাঁকে গ্রেপ্তারের পর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হলে বিচারক তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের উপপরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করছেন।
 
মামলা ও থানা সূত্রে জানা যায়, উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের জামিরদিয়া গ্রামের মফিজ উদ্দিনের বাসায় গত রোববার এক গৃহবধূ বাসা ভাড়া নেওয়ার জন্য যান। মঙ্গলবার রাতে আবারও ওই বাসায় গেলে মফিজ উদ্দিন বাসার একটি কক্ষে নিয়ে ওই গৃহবধূকে ধর্ষণ করেন।

ধর্ষণের শিকার ওই গৃহবধূ বাদী হয়ে ভালুকা মডেল থানায় একটি মামলা করেন। মামলার পর পুলিশ অভিযান চালিয়ে বুধবার সকালে মফিজ উদ্দিনকে গ্রেপ্তার করে আদালতে পাঠায়। পরে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক রওশন জাহান তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

ভালুকা মডেল থানার পরিদর্শক (তদন্ত) জাহাঙ্গীর আলম আজকের পত্রিকাকে জানান, ধর্ষণ মামলায় মফিজ উদ্দিনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। আর গৃহবধূকে ফরেনসিক পরীক্ষার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পাঠানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ব্যবসায়ীকে বালুতে পুঁতে রেখে ‘৪ কোটি টাকা আদায়’

সব কমিটি থেকে নারীদের সিস্টেমেটিক্যালি সাইড করা হয়েছে: সামান্তা শারমিন

অবরোধকারীদের ‘ভুয়া’ আখ্যা দিয়ে ‘প্রকৃত জুলাই যোদ্ধাদের’ হামলা, পুলিশের লাঠিপেটায় শাহবাগ ফাঁকা

একে একে আট বিয়ে, নয়বারের বেলায় গ্রেপ্তার ‘লুটেরা দুলহান’

অদৃশ্য শর্তে বাংলাদেশের জন্য ট্রাম্পের ১৫% শুল্ক ছাড়

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত