হালুয়াঘাট (ময়মনসিংহ) প্রতিনিধি
ময়মনসিংহের হালুয়াঘাটে লাকড়ি রাখার ঘরের নিচে পুঁতে রাখা একটি প্লাস্টিকের ড্রাম থেকে ১১ কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাতে এক ব্যক্তিকে আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যে পুলিশ অভিযান চালিয়ে গাঁজা জব্দ করে। এ সময় দুজনকে আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন উপজেলার স্বদেশি ইউনিয়নের মাটিকাটা এলাকার আবদুল শেখের ছেলে আল আমিন ও পাশের ঘাষীগাঁও এলাকার মৃত আবেদ আলীর ছেলে মন্নাছ মিয়া (২৫)।
আজ বুধবার বেলা ১১টায় হালুয়াঘাট থানায় আয়োজিত সংবাদ সম্মেলনে হালুয়াঘাট-ধোবাউড়া সার্কেলের সহকারী পুলিশ সুপার সাগর সরকার এসব তথ্য জানান।
সংবাদ সম্মেলনে জানানো হয়, হালুয়াঘাট থানার উপপরিদর্শক (এসআই) মো. মানিক মিয়া গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালান। অভিযুক্ত আল আমিন পালানোর চেষ্টা করলে পুলিশ তাঁকে আটক করে। পরে তাঁর কোমরে প্লাস্টিকে মোড়ানো ১ কেজি গাঁজাসহ একটি প্যাকেট উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আল আমিন স্বীকার করেন, তিনি দীর্ঘদিন ধরে মাদক বেচাকেনার সঙ্গে জড়িত। তাঁর দেওয়া তথ্য অনুযায়ী, বসতঘরের পাশের লাকড়ি রাখার ঘরের মাটির নিচে পুঁতে রাখা একটি ড্রাম থেকে আরও পাঁচটি প্যাকেট উদ্ধার করা হয়। এতে মোট ১১ কেজি গাঁজা পাওয়া যায়।
পুলিশ জানায়, উদ্ধার করা গাঁজার আনুমানিক মূল্য ৩ লাখ ৩০ হাজার টাকা। আল আমিনের সহযোগী মন্নাছ মিয়াকেও গ্রেপ্তার করা হয়েছে।
হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের জানান, আটক দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে এবং প্রয়োজনীয় আইনিপ্রক্রিয়া শেষে তাঁদের আদালতে পাঠানো হয়েছে।
ময়মনসিংহের হালুয়াঘাটে লাকড়ি রাখার ঘরের নিচে পুঁতে রাখা একটি প্লাস্টিকের ড্রাম থেকে ১১ কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাতে এক ব্যক্তিকে আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যে পুলিশ অভিযান চালিয়ে গাঁজা জব্দ করে। এ সময় দুজনকে আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন উপজেলার স্বদেশি ইউনিয়নের মাটিকাটা এলাকার আবদুল শেখের ছেলে আল আমিন ও পাশের ঘাষীগাঁও এলাকার মৃত আবেদ আলীর ছেলে মন্নাছ মিয়া (২৫)।
আজ বুধবার বেলা ১১টায় হালুয়াঘাট থানায় আয়োজিত সংবাদ সম্মেলনে হালুয়াঘাট-ধোবাউড়া সার্কেলের সহকারী পুলিশ সুপার সাগর সরকার এসব তথ্য জানান।
সংবাদ সম্মেলনে জানানো হয়, হালুয়াঘাট থানার উপপরিদর্শক (এসআই) মো. মানিক মিয়া গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালান। অভিযুক্ত আল আমিন পালানোর চেষ্টা করলে পুলিশ তাঁকে আটক করে। পরে তাঁর কোমরে প্লাস্টিকে মোড়ানো ১ কেজি গাঁজাসহ একটি প্যাকেট উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আল আমিন স্বীকার করেন, তিনি দীর্ঘদিন ধরে মাদক বেচাকেনার সঙ্গে জড়িত। তাঁর দেওয়া তথ্য অনুযায়ী, বসতঘরের পাশের লাকড়ি রাখার ঘরের মাটির নিচে পুঁতে রাখা একটি ড্রাম থেকে আরও পাঁচটি প্যাকেট উদ্ধার করা হয়। এতে মোট ১১ কেজি গাঁজা পাওয়া যায়।
পুলিশ জানায়, উদ্ধার করা গাঁজার আনুমানিক মূল্য ৩ লাখ ৩০ হাজার টাকা। আল আমিনের সহযোগী মন্নাছ মিয়াকেও গ্রেপ্তার করা হয়েছে।
হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের জানান, আটক দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে এবং প্রয়োজনীয় আইনিপ্রক্রিয়া শেষে তাঁদের আদালতে পাঠানো হয়েছে।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ১ কোটি ৬ লাখ ৭৯ হাজার টাকার ৮৮৭.৫০ গ্রাম স্বর্ণসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন সালেহ ফয়সাল (২৭), মনিরুল ইসলাম (৩৪) ও মাসুম রানা (৩২)।
১৪ মিনিট আগেএশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) পরামর্শকদের পরামর্শ উপেক্ষা করে রাঙামাটি শহরে কাপ্তাই হ্রদের পানি সরবরাহ প্রকল্পে নিম্নমানের কাজ চলছে বলে অভিযোগ উঠেছে। এডিবির অর্থায়নে ৩৩৪ কোটি টাকার এ প্রকল্পের কাজ বাস্তবায়ন করছে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর। পাঁচটি প্যাকেজের আওতায় প্রকল্পের কাজ চলছে। এর মধ্যে একটি হল
৪৪ মিনিট আগেনোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী বাজারে অভিযান চালিয়ে দুটি অবৈধ পলিথিন কারখানাকে ৬ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় ১৪ হাজার ১৭৯ কেজি নিষিদ্ধ পলিথিন ও কাঁচামাল জব্দ করা হয়।
১ ঘণ্টা আগেরাজধানীর মহাখালী রাওয়া ক্লাবের বিপরীতে ইউরেকা ফিলিং স্টেশনে থাকা তেলবাহী ট্যাংকারে আগুন লেগেছিল। আজ রোববার (১৭ আগস্ট) সন্ধ্যা ৭টা ৪৭ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। এর আগে সন্ধ্যা ৭টা ১৮ মিনিটে অগ্নিকাণ্ডের খবর পায় ফায়ার সার্ভিস।
২ ঘণ্টা আগে