Ajker Patrika

রাতে সপরিবারে ঘুমিয়ে পড়েন, সকালে স্ত্রী দেখেন ঘরে মরদেহ ঝুলছে

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি
Thumbnail image

ময়মনসিংহের নান্দাইলে আওলাদ হোসেন (৪২) নামের এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ শুক্রবার সকালে পুলিশ মরদেহ উদ্ধার করে।

এর আগে গতকাল বৃহস্পতিবার মধ্য রাতে উপজেলা আচারগাঁও ইউনিয়নের সুনাম খালি গ্রাম থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। আওলাদ হোসেন আইসক্রিম বিক্রি করে সংসার চালাতেন।

পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, রাতে স্ত্রী সন্তান নিয়ে রাতের খাবার খান আওলাদ। স্ত্রী, সন্তান ঘুমিয়ে পড়লে কোনো এক সময় গলায় ওড়না পেঁচিয়ে আড়ার সঙ্গে ফাঁস দিয়ে ঝুলে পড়েন। স্ত্রী সকালে স্বামীকে ফাঁসিতে ঝুলে থাকতে দেখে চিৎকার করলে প্রতিবেশীরা ঘটনাস্থলে আসেন। খবর পেয়ে পুলিশ আজ সকালে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

আওলাদ হোসেনের স্ত্রী তাসলিমা বেগম বলেন, প্রতিবেশীর সঙ্গে জমি নিয়ে মামলা চলছে। দুই বছর ধরে মামলার হাজিরা দিতে দিতে হতাশায় ভুগছিলেন। প্রতি মাসে হাজিরা দিতে অনেক টাকা খরচ হতো এ কারণে সংসার ও হাজিরার টাকা নিয়ে হিমশিম খেত। এদিকে প্রতিবেশী-স্বজনেরা আবার হুমকিও দিত।

নান্দাইল মডেল থানার পরিদর্শন (তদন্ত) আবুল হাসেম বলেন, খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে আত্মহত্যা ধারণা করা হলেও পরিবারের কথায় রহস্য মনে হওয়ায় মরদেহ ময়নাতদন্তে জন্য পাঠানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত