ময়মনসিংহ প্রতিনিধি
ময়মনসিংহে পুলিশ রেঞ্জ কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টারের উদ্বোধন করেছেন উপমহাপরিদর্শক (ডিআইজি) ড. মো. আশরাফুর রহমান। আজ বৃহস্পতিবার জেলা পরিষদসংলগ্ন একটি ভবনে এই কন্ট্রোল সেন্টারের উদ্বোধন করা হয়।
জেলার ৩৬ থানা–পুলিশের নিয়মিত কার্যক্রম পুলিশের এই রেঞ্জ কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার থেকে মনিটরিং করা হবে। একই সঙ্গে দেশের পরিবর্তিত প্রেক্ষাপটে জনবান্ধব পুলিশ গঠন, সেবা প্রদান ও পুলিশের কার্যক্রমে জবাবদিহি বাড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
এ উপলক্ষে এক ব্রিফিংয়ে ডিআইজি ড. মো. আশরাফুর রহমান জানান, রেঞ্জ পুলিশকে পেশাদার, জনবান্ধব, কর্মদক্ষ করে গড়ে তুলতে এই মনিটরিং সেন্টার উদ্বোধন করা হয়েছে। এতে রয়েছে অত্যাধুনিক মিডিয়া সেন্টার, আপস মনিটরিং ইউনিট, আইসিটি ইউনিট ও রেঞ্জ কন্ট্রোল ইউনিট।
এর মাধ্যমে ময়মনসিংহ রেঞ্জের জেলাসহ সিটি করপোরেশন, বিভিন্ন পৌর এলাকা ও গুরুত্বপূর্ণ হাটবাজার সিসি ক্যামেরার মাধ্যমে মনিটরিংয়ের জন্য আপস মনিটরিং ইউনিটে যোগ করা হবে। সেই সঙ্গে পুলিশের অপারেশনাল কাজে ব্যবহৃত ভেহিক্যাল ট্র্যাকিং সফটওয়্যার যুক্ত করার কাজ শেষ পর্যায়ে।
এতে প্যাট্রোল ডিউটির যানবাহনে জিপিএস যুক্ত করে মোবাইল পেট্রোলিং তদারকি হচ্ছে। এ ছাড়া সিআইডিএমএসের মাধ্যমে মামলার তদন্ত কার্যক্রম, বিট এলাকায় পুলিশের উপস্থিতি নিশ্চিত করা হবে। এতে উপকৃত হবে সেবাপ্রার্থীরা।
ডিআইজি আরও বলেন, পুলিশের সেবাকে সহজীকরণ, স্বল্পসময়ে জনগণের মাঝে কাঙ্ক্ষিত সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমের কার্যক্রম চালু করা, ময়মনসিংহ রেঞ্জ পুলিশের বার্তা নামক পুলিশ বুলেটিন প্রকাশের পাশাপাশি অনলাইন নিউজ পোর্টালের কার্যক্রম চলমান রয়েছে।
এ সময় পুলিশ কর্মকর্তা নূরে আলম, জহির, ফয়েজসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ময়মনসিংহে পুলিশ রেঞ্জ কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টারের উদ্বোধন করেছেন উপমহাপরিদর্শক (ডিআইজি) ড. মো. আশরাফুর রহমান। আজ বৃহস্পতিবার জেলা পরিষদসংলগ্ন একটি ভবনে এই কন্ট্রোল সেন্টারের উদ্বোধন করা হয়।
জেলার ৩৬ থানা–পুলিশের নিয়মিত কার্যক্রম পুলিশের এই রেঞ্জ কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার থেকে মনিটরিং করা হবে। একই সঙ্গে দেশের পরিবর্তিত প্রেক্ষাপটে জনবান্ধব পুলিশ গঠন, সেবা প্রদান ও পুলিশের কার্যক্রমে জবাবদিহি বাড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
এ উপলক্ষে এক ব্রিফিংয়ে ডিআইজি ড. মো. আশরাফুর রহমান জানান, রেঞ্জ পুলিশকে পেশাদার, জনবান্ধব, কর্মদক্ষ করে গড়ে তুলতে এই মনিটরিং সেন্টার উদ্বোধন করা হয়েছে। এতে রয়েছে অত্যাধুনিক মিডিয়া সেন্টার, আপস মনিটরিং ইউনিট, আইসিটি ইউনিট ও রেঞ্জ কন্ট্রোল ইউনিট।
এর মাধ্যমে ময়মনসিংহ রেঞ্জের জেলাসহ সিটি করপোরেশন, বিভিন্ন পৌর এলাকা ও গুরুত্বপূর্ণ হাটবাজার সিসি ক্যামেরার মাধ্যমে মনিটরিংয়ের জন্য আপস মনিটরিং ইউনিটে যোগ করা হবে। সেই সঙ্গে পুলিশের অপারেশনাল কাজে ব্যবহৃত ভেহিক্যাল ট্র্যাকিং সফটওয়্যার যুক্ত করার কাজ শেষ পর্যায়ে।
এতে প্যাট্রোল ডিউটির যানবাহনে জিপিএস যুক্ত করে মোবাইল পেট্রোলিং তদারকি হচ্ছে। এ ছাড়া সিআইডিএমএসের মাধ্যমে মামলার তদন্ত কার্যক্রম, বিট এলাকায় পুলিশের উপস্থিতি নিশ্চিত করা হবে। এতে উপকৃত হবে সেবাপ্রার্থীরা।
ডিআইজি আরও বলেন, পুলিশের সেবাকে সহজীকরণ, স্বল্পসময়ে জনগণের মাঝে কাঙ্ক্ষিত সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমের কার্যক্রম চালু করা, ময়মনসিংহ রেঞ্জ পুলিশের বার্তা নামক পুলিশ বুলেটিন প্রকাশের পাশাপাশি অনলাইন নিউজ পোর্টালের কার্যক্রম চলমান রয়েছে।
এ সময় পুলিশ কর্মকর্তা নূরে আলম, জহির, ফয়েজসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ভূমিহীনদের থাকার জন্য সরকারিভাবে তৈরি করা হয় ‘টুইন হাউস’ প্রকল্প। প্রতিটি ঘরে দুটি করে পরিবারের থাকার ব্যবস্থা রয়েছে। এখন সেসব ঘর অবৈধভাবে কিনে নিয়ে অন্য ভূমিহীনদের কাছে ভাড়া দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। সময়মতো ভাড়া দিতে না পারলে বাসিন্দাদের করা হয় হয়রানি ও নির্যাতন।
৪ মিনিট আগেরাজধানীর খিলগাঁও তালতলায় ‘আপন কফি হাউস’-এ নির্যাতনের শিকার সেই কিশোরীকে খুঁজে পাচ্ছে না পুলিশ। তবে ওই ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে করা মামলায় কফি হাউসটির দুই কর্মচারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে তাঁদের এক দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।
১৫ মিনিট আগেগাইবান্ধা সদর-২ আসনের সাবেক সংসদ সদস্য শাহ সারওয়ার কবিরকে দিনাজপুর থেকে আটক করা হয়েছে। মঙ্গলবার রাত সোয়া ৮টার দিকে দিনাজপুর কোতোয়ালি থানা-পুলিশ পৌর শহরের ঈদগাহবস্তি এলাকায় দিবা গার্ডেন নামের একটি বাসা থেকে তাঁকে আটক করে। বিষয়টি নিশ্চিত করেছেন দিনাজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) আনোয়ার হোসেন।
৩৫ মিনিট আগেবরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক নেত্রীকে পুলিশে সোপর্দ করেছেন বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল কর্মীরা। মঙ্গলবার সন্ধ্যার পর ববির ১ নম্বর গেটসংলগ্ন এলাকা থেকে তাঁকে আটক করা হয়। আটক টিকলি শরিফ মার্কেটিং বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তিনি খুলনা মহানগর শাখা ছাত্রলীগের উপছাত্রী
৩৮ মিনিট আগে