ময়মনসিংহ প্রতিনিধি
ময়মনসিংহের তারাকান্দায় এক নারীর কাছে রেখে যাওয়া দেড় বছরের সেই ছেলেশিশু মায়ের কোলে ফিরেছে। আজ রোববার দুপুরে থানায় মা তাসলিমা আক্তারের (২০) হাতে তাকে তুলে দেন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের।
তারাকান্দা থানার ওসি আবুল খায়ের বলেন, ‘শিশুর মা তাসলিমা তারাকান্দা সদর ইউনিয়নের নলদিগি গ্রামের মৃত নুর ইসলামের মেয়ে। পারিবারিকভাবে একই উপজেলার ভুগলি গ্রামের শাহ আলমের সঙ্গে বিয়ে হয় তাঁর। তাঁদের সংসারে নুর তামজিদ নামের একটি ছেলেসন্তান হয়।’
সন্তান জন্মের পর থেকে স্বামী-স্ত্রীর মধ্যে কলহ লেগেই থাকত বলে জানান ওসি। তিনি বলেন, ‘কলহের কারণে তাসলিমা তাঁর বাবার বাড়িতে বসবাস করে আসছিলেন। সম্প্রতি তিনি তাঁর এক বৃদ্ধ চাচির কাছে ছেলে নুর তামজিদকে রেখে ঢাকায় চাকরি করতে যান। তাসলিমা তাঁর চাচিকে ঈদে বাড়িতে এসে কিছু টাকা দেওয়ার কথা বলে যান।’
এদিকে বৃহস্পতিবার রাতে তারাকান্দা উপজেলার গালাগাঁও ইউনিয়নের ধারাকান্দী গ্রামের দিনমজুর সায়েদুল ইসলামের বাড়িতে অসহায়ত্বের কথা বলে ছেলেশিশুকে নিয়ে আশ্রয় নেন ওই চাচি। এ সময় তিনি নাম-পরিচয় দেননি। পরদিন দুপুরে শিশুটিকে সায়েদুলের স্ত্রী মনোয়ারা বেগমের কাছে ফেলে উধাও হন তিনি। এ ঘটনায় শুক্রবার রাতে স্থানীয়রা পুলিশে জানান।
ওই ঘটনায় ছেলেশিশুকে রেখে মা উধাও হয়েছেন বলে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশ হয়। এসব সংবাদমাধ্যমে ঢাকা থেকে তাসলিমা তাঁর সন্তান হারানোর বিষয়টি জানতে পারেন। আজ তারাকান্দা থানায় এসে নিজের সন্তান বলে দাবি করেন তিনি। পরে পুলিশ যাচাই-বাছাই করে নিশ্চিত হয়ে শিশুটিকে তাসলিমার হাতে তুলে দেয়।
ওসি আবুল খায়ের বলেন, ‘তাসলিমার চাচির বয়স বেশি। তাই ভুল করে হয়তো তিনি এমনটি করেছেন।’ ওই চাচির নাম প্রকাশ করেননি ওসি।
ময়মনসিংহের তারাকান্দায় এক নারীর কাছে রেখে যাওয়া দেড় বছরের সেই ছেলেশিশু মায়ের কোলে ফিরেছে। আজ রোববার দুপুরে থানায় মা তাসলিমা আক্তারের (২০) হাতে তাকে তুলে দেন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের।
তারাকান্দা থানার ওসি আবুল খায়ের বলেন, ‘শিশুর মা তাসলিমা তারাকান্দা সদর ইউনিয়নের নলদিগি গ্রামের মৃত নুর ইসলামের মেয়ে। পারিবারিকভাবে একই উপজেলার ভুগলি গ্রামের শাহ আলমের সঙ্গে বিয়ে হয় তাঁর। তাঁদের সংসারে নুর তামজিদ নামের একটি ছেলেসন্তান হয়।’
সন্তান জন্মের পর থেকে স্বামী-স্ত্রীর মধ্যে কলহ লেগেই থাকত বলে জানান ওসি। তিনি বলেন, ‘কলহের কারণে তাসলিমা তাঁর বাবার বাড়িতে বসবাস করে আসছিলেন। সম্প্রতি তিনি তাঁর এক বৃদ্ধ চাচির কাছে ছেলে নুর তামজিদকে রেখে ঢাকায় চাকরি করতে যান। তাসলিমা তাঁর চাচিকে ঈদে বাড়িতে এসে কিছু টাকা দেওয়ার কথা বলে যান।’
এদিকে বৃহস্পতিবার রাতে তারাকান্দা উপজেলার গালাগাঁও ইউনিয়নের ধারাকান্দী গ্রামের দিনমজুর সায়েদুল ইসলামের বাড়িতে অসহায়ত্বের কথা বলে ছেলেশিশুকে নিয়ে আশ্রয় নেন ওই চাচি। এ সময় তিনি নাম-পরিচয় দেননি। পরদিন দুপুরে শিশুটিকে সায়েদুলের স্ত্রী মনোয়ারা বেগমের কাছে ফেলে উধাও হন তিনি। এ ঘটনায় শুক্রবার রাতে স্থানীয়রা পুলিশে জানান।
ওই ঘটনায় ছেলেশিশুকে রেখে মা উধাও হয়েছেন বলে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশ হয়। এসব সংবাদমাধ্যমে ঢাকা থেকে তাসলিমা তাঁর সন্তান হারানোর বিষয়টি জানতে পারেন। আজ তারাকান্দা থানায় এসে নিজের সন্তান বলে দাবি করেন তিনি। পরে পুলিশ যাচাই-বাছাই করে নিশ্চিত হয়ে শিশুটিকে তাসলিমার হাতে তুলে দেয়।
ওসি আবুল খায়ের বলেন, ‘তাসলিমার চাচির বয়স বেশি। তাই ভুল করে হয়তো তিনি এমনটি করেছেন।’ ওই চাচির নাম প্রকাশ করেননি ওসি।
বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিসহ সাত দফা দাবিতে তৃতীয় দিনের মতো অনশন কর্মসূচি পালন করছেন রাজধানীর সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থীরা। আন্দোলনকারীরা জানিয়েছেন, আজ শনিবার বিকেল ৪টার মধ্যে দাবি পূরণের ঘোষণা না দেওয়া হলে অনির্দিষ্টকালের জন্য ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) আওতাধীন এলাকায়...
১ ঘণ্টা আগেমাদারীপুরের ডাসারে হাত-পা বাঁধা অবস্থায় আজিজুল হাওলাদার (৬০) নামের এক চায়ের দোকানির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার (১ ফেব্রুয়ারি) সকালে উপজেলার ধামুসা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
১ ঘণ্টা আগেঘন কুয়াশার কারণে প্রায় ১১ ঘণ্টা বন্ধ থাকার পর পাটুরিয়া-দৌলতদিয়া এবং আরিচা-কাজিরহাট নৌপথে ফেরি চলাচল শুরু হয়েছে। দীর্ঘ সময় ফেরি চলাচল বন্ধ থাকায় দুই পথের উভয় প্রান্তে আটকা পড়ে অ্যাম্বুলেন্স, ব্যক্তিগত গাড়ি, যাত্রীবাহী বাসসহ দুই শতাধিক পণ্যবাহী ট্রাক।
২ ঘণ্টা আগেরংপুরে ঘন কুয়াশার কারণে সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে একই স্থানে একে একে ছয়টি পরিবহন দুর্ঘটনার কবলে পড়েছে। এতে প্রাণহানির কোনো ঘটনা না ঘটলেও অন্তত ২৫ জন আহত হয়েছেন। দুর্ঘটনাকবলিত পরিবহনগুলোর মধ্যে তিনটি যাত্রীবাহী বাসসহ ট্রাক, পিকআপ ও কাভার্ডভ্যান রয়েছে। গাড়িগুলো ঘটনাস্থল থেকে সরিয়ে নেওয়ার কাজ চলছে...
২ ঘণ্টা আগে