ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি
ময়মনসিংহের ত্রিশালে হালুয়াঘাটগামী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক ও সিএনজিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ২ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া আহত হয়েছেন আরও ১১ জন। আজ সোমবার বিকেল ৫টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ত্রিশাল উপজেলার নওগাঁর জিরো পয়েন্টে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন-ত্রিশাল উপজেলার ধানীখোলা ইউনিয়নের পাগলার বাজার এলাকার বাসিন্দা মনিন্দ্রের ছেলে হেমেন্দ্র সূত্রধর ও হালুয়াঘাট উপজেলার গাঙ্গীনারপাড়ের সেলিমের ছেলে জুয়েল মিয়া।
ত্রিশাল ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি দাঁড়ানো ট্রাকে ধাক্কা দিলে ওই ট্রাকে কাজ করা হেমেন্দ্র সূত্রধর (৫৮) ও বাসের ড্রাইভার জুয়েল মিয়া (২৩) নিহত হন।
প্রত্যক্ষদর্শী আতিকুল ইসলাম বলেন, ‘আমি পাশেই কাজ করছিলাম। ময়মনসিংহগামী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খুঁটিকে ধাক্কা দিয়ে উপড়ে ফেলে সামনে দাঁড়িয়ে থাকা ট্রাক ও সিএনজিকে ধাক্কা দেয়। এতে ত্রিমুখী সংঘর্ষে বাস, ট্রাক ও সিএনজি দুমড়েমুচড়ে যায়। সিএনজি ও ট্রাকে কোনো যাত্রী না থাকায় হতাহত কম হয়েছে। গাড়ির বেপরোয়া গতিই এই দুর্ঘটনার কারণ হতে পারে।’
গাড়িতে থাকা যাত্রী আকলিমা খাতুন বলেন, ‘উপজেলার বগার বাজার থেকে ময়মনসিংহ যাওয়ার জন্য উঠেছিলাম। চালক বেশ কয়েকটি গাড়িকে ওভারটেক করে এসেছে। বাসে থাকা কয়েকজন যাত্রী তাঁকে আরও কম গতিতে গাড়ি চালানোর অনুরোধ করলেও সে তা শুনেনি।’
ত্রিশাল ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রিয়াজ উদ্দিন জানান, বিকেল ৫টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের জিরো পয়েন্ট এলাকায় ময়মনসিংহের হালুয়াঘাটগামী ইমাম পরিবহনের একটি বাস রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাক ও অটোরিকশাকে ধাক্কা দিলে উল্টে যায়। এতে বাসের চালক ও অপর অজ্ঞাত একজন নিহত হন।
ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাইন উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘এ সময় ঘটনাস্থলেই ২ জনের মৃত্যু হয়। এ ঘটনায় আহত আরও ১১ বাসযাত্রীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তাঁদের মধ্যে গুরুতর আহত ৪ জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এখন রাস্তায় যান চলাচল স্বাভাবিক রয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’
ময়মনসিংহের ত্রিশালে হালুয়াঘাটগামী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক ও সিএনজিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ২ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া আহত হয়েছেন আরও ১১ জন। আজ সোমবার বিকেল ৫টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ত্রিশাল উপজেলার নওগাঁর জিরো পয়েন্টে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন-ত্রিশাল উপজেলার ধানীখোলা ইউনিয়নের পাগলার বাজার এলাকার বাসিন্দা মনিন্দ্রের ছেলে হেমেন্দ্র সূত্রধর ও হালুয়াঘাট উপজেলার গাঙ্গীনারপাড়ের সেলিমের ছেলে জুয়েল মিয়া।
ত্রিশাল ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি দাঁড়ানো ট্রাকে ধাক্কা দিলে ওই ট্রাকে কাজ করা হেমেন্দ্র সূত্রধর (৫৮) ও বাসের ড্রাইভার জুয়েল মিয়া (২৩) নিহত হন।
প্রত্যক্ষদর্শী আতিকুল ইসলাম বলেন, ‘আমি পাশেই কাজ করছিলাম। ময়মনসিংহগামী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খুঁটিকে ধাক্কা দিয়ে উপড়ে ফেলে সামনে দাঁড়িয়ে থাকা ট্রাক ও সিএনজিকে ধাক্কা দেয়। এতে ত্রিমুখী সংঘর্ষে বাস, ট্রাক ও সিএনজি দুমড়েমুচড়ে যায়। সিএনজি ও ট্রাকে কোনো যাত্রী না থাকায় হতাহত কম হয়েছে। গাড়ির বেপরোয়া গতিই এই দুর্ঘটনার কারণ হতে পারে।’
গাড়িতে থাকা যাত্রী আকলিমা খাতুন বলেন, ‘উপজেলার বগার বাজার থেকে ময়মনসিংহ যাওয়ার জন্য উঠেছিলাম। চালক বেশ কয়েকটি গাড়িকে ওভারটেক করে এসেছে। বাসে থাকা কয়েকজন যাত্রী তাঁকে আরও কম গতিতে গাড়ি চালানোর অনুরোধ করলেও সে তা শুনেনি।’
ত্রিশাল ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রিয়াজ উদ্দিন জানান, বিকেল ৫টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের জিরো পয়েন্ট এলাকায় ময়মনসিংহের হালুয়াঘাটগামী ইমাম পরিবহনের একটি বাস রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাক ও অটোরিকশাকে ধাক্কা দিলে উল্টে যায়। এতে বাসের চালক ও অপর অজ্ঞাত একজন নিহত হন।
ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাইন উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘এ সময় ঘটনাস্থলেই ২ জনের মৃত্যু হয়। এ ঘটনায় আহত আরও ১১ বাসযাত্রীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তাঁদের মধ্যে গুরুতর আহত ৪ জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এখন রাস্তায় যান চলাচল স্বাভাবিক রয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’
টঙ্গীর বিশ্ব ইজতেমার প্রথম পর্বের প্রথম ধাপের আখেরি মোনাজাত আজ। হেদায়েতি বয়ান শেষে সকাল ৯টার দিকে আখেরি মোনাজাত হওয়ার কথা রয়েছে। আখেরি মোনাজাত পরিচালনা করবেন বাংলাদেশের মাওলানা জুবায়ের।
১ few সেকেন্ড আগেরাজধানীর ধানমন্ডিতে প্রায় দেড় যুগ আগে প্রতিষ্ঠিত হয় পপুলার মেডিকেল কলেজ। অভিযোগ রয়েছে, মৌলিক শর্তগুলো পূরণ না করলেও আবেদনের পরিপ্রেক্ষিতে বছরের পর বছর এই চিকিৎসা মহাবিদ্যালয়ে শিক্ষাবর্ষ নবায়ন ও আসন বৃদ্ধির অনুমোদন দিয়েছে সরকার। অথচ কলেজটি নিজস্ব জমি, অবকাঠামো, হাসপাতালে শয্যাসংখ্যাসহ ১০টির বেশি...
১ ঘণ্টা আগেচট্টগ্রাম নগরীর একটি কনভেনশন হলে ছেলের বিয়ের অনুষ্ঠান থেকে চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য সম্পাদক ফখরুল আনোয়ার আটক হয়েছেন। একই সঙ্গে তাঁর ভাতিজি খাদিজাতুল আনোয়ার সনি (সাবেক এমপি) আটক হয়েছেন বলে গুঞ্জন উঠলেও তা নিশ্চিত হওয়া যায়নি।
৭ ঘণ্টা আগেমানিকগঞ্জের ঘিওরে পচা মিষ্টির রসের সঙ্গে ক্ষতিকর রং ও রাসায়নিক দ্রব্য মিশিয়ে তৈরি করা হচ্ছে শিশুদের প্রিয় খাবার সন্দেশ ও টফি; যা প্যাকেটজাত করে কুরিয়ারের মাধ্যমে পাঠানো হয় বিভিন্ন জেলায়। অর্থ লেনদেন হয় মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে।
৮ ঘণ্টা আগে