Ajker Patrika

ময়মনসিংহে ট্রাক-মাহেন্দ্র সংঘর্ষে নিহত ২ 

ময়মনসিংহ প্রতিনিধি
ময়মনসিংহে ট্রাক-মাহেন্দ্র সংঘর্ষে নিহত ২ 

ময়মনসিংহের সদরে মুরগি বহনকারী খালি ট্রাক ও মাহেন্দ্রর সংঘর্ষে দুজনের মৃত্যু হয়েছে বলে গেছে। এই ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। গতকাল রোববার রাত সাড়ে ৯টার দিকে ময়মনসিংহ কিশোরগঞ্জ সড়কের তৈয়ব আলীর হ্যাচারির সামনে এই দুর্ঘটনা ঘটে। 

নিহতেরা হলেন, জেলার ঈশ্বরগঞ্জ উপজেলার উচাখিলা ইউনিয়নের চরআলগী সরকার বাড়ির গিয়াস উদ্দিনের ছেলে হারুনুর রশীদ (৩৫) ও অপরজনের পরিচয় এখনো জানা যায়নি। 

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. আক্তারুজ্জামান বলেন, এই ঘটনায় আহত ৫ জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে রাত ১১টার দিকে হারুনুর রশিদ নামে একজন মারা যায়। পরে রাত দুইটার দিকে আরও একজন চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। তবে, এখনো তাঁর পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। 

এ বিষয়ে কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) ফারুক হোসেন বলেন, ‘মাহেন্দ্র গাড়িটি যাত্রী নিয়ে শম্ভুগঞ্জের দিকে আসছিল। পথিমধ্যে ময়মনসিংহ কিশোরগঞ্জ সড়কের সদরের পুলিয়ামারী তৈয়ব আলী ফিশারির সামনে আসতেই কিশোরগঞ্জগামী খালি মুরগির ট্রাকের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় মাহেন্দ্রকে ধাক্কা দিয়ে প্রায় ৫০ মিটার পেছনে এনে ট্রাকটি একটি দোকানে ঢুকিয়ে দেয়। এতে মাহেন্দ্রর ৫ যাত্রী আহত হয়। পরে আহতের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে দুজন মারা যায়। 

এই ঘটনার পর ট্রাকচালক পালিয়ে গেলেও ট্রাক ও মাহেন্দ্রটি জব্দ করা হয়েছে। অভিযোগের প্রেক্ষিতে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান এ তদন্ত কর্মকর্তা। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সাবেক কেরানির ২৪টি আলিশান বাড়ি ও ৩০ হাজার কোটির সম্পদ

সব কমিটি থেকে নারীদের সিস্টেমেটিক্যালি সাইড করা হয়েছে: সামান্তা শারমিন

অবরোধকারীদের ‘ভুয়া’ আখ্যা দিয়ে ‘প্রকৃত জুলাই যোদ্ধাদের’ হামলা, পুলিশের লাঠিপেটায় শাহবাগ ফাঁকা

ব্যবসায়ীকে বালুতে পুঁতে রেখে ‘৪ কোটি টাকা আদায়’

আরও বাংলাদেশিকে ফেরত পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত