Ajker Patrika

মাদারগঞ্জে আ.লীগ নেতার বাড়িতে পেট্রলবোমা নিক্ষেপ

মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
আপডেট : ২৮ আগস্ট ২০২২, ১৪: ০০
মাদারগঞ্জে আ.লীগ নেতার বাড়িতে পেট্রলবোমা নিক্ষেপ

জামালপুরের মাদারগঞ্জে উপজেলা আওয়ামী লীগের সদস্য আতিকুর রহমান লেবুর বাড়িতে পেট্রলবোমা নিক্ষেপ করা হয়েছে। গতকাল শনিবার দিবাগত রাতে গুনারীতলা ইউনিয়নের কাতলামারী গ্রামে এ ঘটনা ঘটে। আজ রোববার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুবুল হক। 

আতিকুর রহমান লেবু বলেন, ‘গতকাল দিবাগত রাত ১টার দিকে হঠাৎ বিকট শব্দে আমাদের ঘুম ভাঙে। দরজা খুলে দেখি বারান্দায় রাখা আমার ভাই উপজেলা মৎস্যজীবী লীগের নেতা আইনুল হকের মোটরসাইকেলে দাউ দাউ করে আগুন জ্বলছে। পরে আমিসহ আশপাশের লোকজন এসে আগুন নেভানোর চেষ্টা করি। আগুনে মোটরসাইকেলটি পুড়ে গেছে। তবে কেউ হতাহত হয়নি।’

পেট্রলবোমা কারা নিক্ষেপ করেছেন—এ বিষয়ে জানতে চাইলে আতিকুর রহমান লেবু বলেন, ‘কারা মেরেছে তা এখনো আন্দাজ করতে পারছি না। তবে ভয়ভীতি প্রদর্শনের জন্য বিএনপি-জামায়াতের সন্ত্রাসীরা নিক্ষেপ করতে পারে।’

এ বিষয়ে মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুবুল হক বলেন, ‘রাতের আঁধারে ওই আওয়ামী লীগ নেতার বাড়িতে আগুন দেওয়া হয়েছে। আজ সকালে আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। তবে এখন পর্যন্ত কোনো অভিযোগ পাইনি। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত