Ajker Patrika

সাড়ে চার ঘণ্টা বিদ্যুৎ না থাকায় মারা গেল ৩০০ মুরগি

ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি
সাড়ে চার ঘণ্টা বিদ্যুৎ না থাকায় মারা গেল ৩০০ মুরগি

ময়মনসিংহের ত্রিশালে প্রচণ্ড গরমে টানা সাড়ে চার ঘণ্টার বেশি সময় বিদ্যুৎ না থাকায় একটি পোলট্রি খামারের তিন শতাধিক ব্রয়লার মুরগি মারা গেছে। 

গতকাল রোববার উপজেলার সাখুয়া ইউনিয়নের নওপাড়া গ্রামের মাহাবুব হাসানের খামারে এ ঘটনা ঘটে। 

স্থানীয় বাসিন্দারা জানান, মাহাবুব গত বছর থেকে বাড়ির পাশে একটি খামারে ব্রয়লার মুরগি পালন করে আসছেন। শুক্র ও শনিবার প্রচণ্ড গরমের সঙ্গে ভয়াবহ লোডশেডিংয়ের কবলে পড়ে পুরো এলাকা। বিদ্যুৎ বিভাগকে বারবার ফোন দিয়েও কোনো সাড়া পাননি খামারমালিক। বেলা ১টার দিকে চোখের সামনে মুরগিগুলো মারা যায়। 

খামারমালিকের ছোট ভাই ফাহাদ বিন সাঈদ আজকের পত্রিকাকে বলেন, ‘বেশি দামে খাদ্য কিনে মুরগিগুলো খামারে লালন-পালন করছি। কিন্তু প্রচণ্ড গরমে আগে ঘোষণা ছাড়াই সাড়ে চার ঘণ্টার বেশি সময় বিদ্যুৎ না থাকায় আমাদের তিন শতাধিক মুরগি মারা যায়। এতে আমাদের অপূরণীয় ক্ষতি হয়। বাকি মুরগিগুলোও অসুস্থ হয়ে পড়ায় বিক্রির অনুপযোগী হয়ে পড়ে।’ 

এ ব্যাপারে ত্রিশাল পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম মোশারফ হোসেন বলেন, ‘বিদ্যুতের লাইন-সংক্রান্ত গাছের ডালপালা কাটার জন্য ওই সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল। এ বিষয়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন পরিচিতজনকে জানানো হয়েছে। তবে যেকোনো কারণে হয়তো তাঁকে জানানো সম্ভব হয়নি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

লুটপাটে শেষ ৫ কোটির প্রকল্প

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

বৃদ্ধের চার বিয়ে, থানায় স্বরাষ্ট্র উপদেষ্টার জেরার মুখে হাসির রোল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত