Ajker Patrika

ময়মনসিংহে দাঁড়িয়ে থাকা ট্রাকে মোটরসাইকেলের ধাক্কা, নিহত ২

ময়মনসিংহ প্রতিনিধি
ময়মনসিংহে দাঁড়িয়ে থাকা ট্রাকের নিচে ঢুকে যায় মোটরসাইকেল। ছবি: সংগৃহীত
ময়মনসিংহে দাঁড়িয়ে থাকা ট্রাকের নিচে ঢুকে যায় মোটরসাইকেল। ছবি: সংগৃহীত

ময়মনসিংহের হালুয়াঘাটে দাঁড়িয়ে থাকা বালুবাহী ট্রাকে মোটরসাইকেলের ধাক্কায় দুজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন একজন। আজ বৃহস্পতিবার ভোরে উপজেলা ফায়ার সার্ভিসের সামনে এ দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে নিহত দুজনের নাম-পরিচয় জানাতে পারেনি পুলিশ।

এদিকে খবর পেয়ে হালুয়াঘাট ফায়ার সার্ভিসের সদস্যরা গিয়ে দুজনকে মৃত অবস্থায় ট্রাকের নিচ থেকে উদ্ধার করে। গুরুতর আহত অবস্থায় একজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। আহত ব্যক্তি হলেন ময়মনসিংহ সদর উপজেলার আকুয়া সানকিপাড়া সেনবাড়ী রোডের আবুল হাশেমের ছেলে ফাহাদ মোহাম্মদ আরাবী (৩৫)।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, ফায়ার সার্ভিসের সামনে বালুবাহী একটি ট্রাক ময়মনসিংহমুখী দাঁড়ানো ছিল। পেছন থেকে দ্রুতগতির একটি মোটরসাইকেল তিনজন আরোহী নিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা ট্রাকের নিচে ঢুকে যায়। তাতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। আহত ব্যক্তির অবস্থাও আশঙ্কাজনক।

উদ্ধার অভিযানের টিম লিডার কামরুজ্জামান বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখি, দাঁড়িয়ে থাকা বালুবাহী ট্রাকের নিচে মোটরসাইকেলসহ তিনজন পড়ে রয়েছে। দুজনকে মৃত আর একজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয়।’

এ বিষয়ে হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের সোহেল আজকের পত্রিকাকে বলেন, নিহতদের পরিচয় জানার চেষ্টা চলছে। ট্রাক আর মোটরসাইকেল জব্দ আছে থানায়। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত