Ajker Patrika

পুলিশে চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ১ 

ময়মনসিংহ প্রতিনিধি
Thumbnail image

ময়মনসিংহে পুলিশে চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগে মো. শহীদ মিয়াকে (৬০) গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। শুক্রবার দিবাগত মধ্যরাতে জেলার ফুলবাড়িয়া উপজেলা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। আজ শনিবার বিকেলে জেলা গোয়েন্দা শাখার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

গ্রেপ্তার শহিদ মিয়া জেলার ফুলবাড়িয়া উপজেলার ছোনকান্দা এলাকার রুস্তম আলীর ছেলে। 

এ বিষয়ে জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুল ইসলাম বলেন, শহিদ ও এমএম হক নামে দুজন প্রতারক গত ১০ এপ্রিল বিকেলে সদর উপজেলার সিয়াম নামে এক তরুণকে পুলিশে চাকরি পাইয়ে দেওয়ার কথা বলে ১০ লাখ চুক্তি করেন। চুক্তি অনুযায়ী ওই দিন ভালুকা পৌর শহর এলাকা থেকে ২ লাখ ৫০ হাজার টাকা সিয়ামের কাছ থেকে নেয় প্রতারক শহিদ ও এমএম হক। বাকি ৭ লাখ ৫০ হাজার টাকা চাকরির নিয়োগপত্র পাওয়ার পরে নেওয়া হবে চুক্তিতে উল্লেখ্য করা হয়। 

তিনি আরও বলেন, এরপর থেকে ওই দুই প্রতারক সিয়ামের সঙ্গে যোগাযোগ বন্ধ করে ২ লাখ ৫০ হাজা টাকা আত্মসাৎ করে। পরে ভুক্তভোগী সিয়াম তাঁদের প্রতারকদের সঙ্গে যোগাযোগে ব্যর্থ হয়ে শুক্রবার দিবাগত মধ্যরাতে ভালুকা থানায় মামলা দায়ের করেন। মামলার পর ওই দিন রাতেই অভিযান চালিয়ে শহিদ মিয়াকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। এই ঘটনায় অপর আসামি এমএম হককে গ্রেপ্তারে অভিযান চলছে বলেও জানানো হয়েছ। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত