Ajker Patrika

ভালুকায় মাদকাসক্ত ছেলেকে পুলিশে দিলেন মা–বাবা

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি 
আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২৪, ২৩: ১১
Thumbnail image

ময়মনসিংহের ভালুকা উপজেলায় মাদকাসক্ত ছেলের উৎপাত সইতে না পেরে পুলিশে সোপর্দ করলেন মা–বাবা। গত মঙ্গলবার উপজেলার বরাইদ গ্রামে ঘটনাটি ঘটে। মাদকাসক্ত ওই ছেলের নাম মোশাররফ (২৫)। তার বাবা আব্দুল মতিন একজন কৃষক আর মা গৃহিণী।

জানা যায়, আব্দুল মতিনের আদরের সন্তান মোশাররফ সব সময় মাদক সেবনে আসক্ত থাকে। নেশার টাকার জন্য প্রতিদিন বাবা–মাকে অত্যাচার করে। ছেলের কাছে বৃদ্ধ বাবা–মা অসহায়। তাই তার বাবা নিরুপায় হয়ে গ্রামবাসী ও উপজেলা সহকারী কমিশনারের (ভূমি) সহযোগিতায় তাকে পুলিশের হাতে তুলে দেন।

বাবা আব্দুল মতিন বলেন, `দীর্ঘদিন ধরে ছেলে মাদকাসক্ত। নেশার পথ থেকে তাকে ফেরানোর জন্য সব চেষ্টায় করেছি। সে কোনো কথাই শোনেনি। বৃদ্ধ বয়সে মাদকের টাকার জন্য ছেলের হাতে মারও খেতে হয়েছে আমি ও আমার স্ত্রীকে। ছেলের ভয়ে ফসলি জমি বিক্রি করে টাকা দিই। ভালো পথে ফেরানোর জন্য বিয়ে করাই। একে একে তিনটি বিয়ে করে সে। কিন্তু নেশাগ্রস্ত হওয়ায় কোনো বউ থাকেনি। মাদকের টাকা না পেলে সে পাগলের মতো হয়ে যেত। ছেলের অত্যাচারে বাড়ি–ঘরে থাকতে পারিনি। গ্রামের মাতব্বরদের কাছে বিচার দিই। তাতেও কোনো ফল হয়নি। বাধ্য হয়ে পুলিশের হাতে তুলে দিই।'

বরাইদ গ্রামের আওয়ামী লীগের নেতা মো. আকতার হোসেন সরকার জানান, মাদক সেবন ও বাবা–মাকে মারধর করার জন্য মোশারফের বিরুদ্ধে গ্রামে অনেকবার সালিশ হয়েছে। কিন্তু তারপরও কোনো সুফল পাওয়া যায়নি।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মাইন উদ্দিন জানান, মাদকাসক্ত ছেলেকে তার বাবা পুলিশের হাতে তুলে দিয়েছেন। ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল ইসলাম জানান, `মোশারফকে আমাদের হাতে দেওয়ার পর আমরা তাকে আদালতে পাঠিয়েছি।'

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত