Ajker Patrika

‘ভালোই যাচ্ছিল সংসার, মেয়ে কেন ফাঁস নিল বুঝছি না’

ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি
আপডেট : ২৬ এপ্রিল ২০২৩, ২১: ৩২
‘ভালোই যাচ্ছিল সংসার, মেয়ে কেন ফাঁস নিল বুঝছি না’

সকালে বাবার বাড়ি ছিলেন গৃহবধূ মোছা. মনিকা (১৯)। এরপর দুপুরে স্বামীর সঙ্গে শ্বশুরবাড়িতে আসেন। এর কিছুক্ষণ পরেই তাঁর ঝুলন্ত লাশ পাওয়া যায়। আজ বুধবার জামালপুরের ইসলামপুর উপজেলার বেলগাছা ইউনিয়নের ধনতলা গ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করেছে। 

মনিকা ধনতলা গ্রামের শফিকুল ইসলামের স্ত্রী এবং পাশের বকশীগঞ্জ উপজেলার ভাটি কলকিহারা গ্রামের মজিবর রহমানের মেয়ে। 

মনিকার স্বামী শফিকুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘আজ বেলা সাড়ে ১১টার দিকে শ্বশুরালয় থেকে স্ত্রী মনিকাকে নিয়ে বাড়ি আসি। এরপর জরুরি কাজে বাড়ির বাইরে যাই। ফিরে এসে দেখি মনিকা গলায় ফাঁস দিয়ে “আত্মহত্যা” করেছে।’

মনিকার বাবা মজিবর রহমান বলেন, ‘ঈদের পরদিন জামাতা শফিকুল ইসলাম আমাদের বাড়িতে আসে। আজ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে মোটরসাইকেলে মেয়েকে নিয়ে জামাই বাড়ির উদ্দেশে রওনা হয়। দুপুরে আমাদের খবর দেওয়া হয় মনিকা ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। বছরখানেক আগে পারিবারিকভাবে মনিকাকে বিয়ে দেওয়া হয়। ভালোই যাচ্ছিল মেয়ে-জামাতার সংসার। কী কারণে মেয়ে ফাঁস নিল, সেটা বুঝতে পারছি না।’

ইসলামপুর থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) তারেক আহমেদ বলেন, ‘পুলিশের জরুরি সেবা ৯৯৯ নম্বর থেকে ফোন দিয়ে আমাদের জানানো হয়, ফাঁস দিয়ে এক গৃহবধূ আত্মহত্যা করেছে। এ খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।’

ইসলামপুর থানার উপপরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম বলেন, লাশ উদ্ধার করা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত