Ajker Patrika

নির্বাচনের আড়াই বছর পর ইউপি চেয়ারম্যান হলেন নৌকার প্রার্থী

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি 
নির্বাচনের আড়াই বছর পর ইউপি চেয়ারম্যান হলেন নৌকার প্রার্থী

ইউনিয়ন পরিষদ নির্বাচনের (ইউপি) দুই বছর চার মাস পর চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছেন মো. ফরিদ মিয়া। দীর্ঘদিনের আইনি প্রক্রিয়া শেষে আজ বুধবার চেয়ারম্যান হিসেবে শপথ গ্রহণ করেছেন নৌকা প্রতীকে নির্বাচন করা এই প্রার্থী। ময়মনসিংহের জেলা প্রশাসক (ডিসি) দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী তাঁকে শপথবাক্য পাঠ করান।

২০২২ সালের ৭ ফেব্রুয়ারি ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় ইউপি নির্বাচন হয়। নির্বাচনে উপজেলার মাইজবাগ ইউপিতে লাঙল প্রতীকের প্রার্থী সাইদুল ইসলাম বাবুলকে বিজয়ী ঘোষণা করা হয়। তখন নির্বাচনে কারচুপি ও অনিয়মের অভিযোগ এনে ওই বছরের ২৯ মার্চ মো. ফরিদ মিয়া জেলা নির্বাচনী আপিল ট্রাইব্যুনালে মামলা করেন। বিষয়টি আমলে নিয়ে আদালত ওই ইউপির ভোট পুনর্গণনার নির্দেশ দেন। ভোট পুনর্গণনা করা হলে লাঙলের প্রার্থীর চেয়ে নৌকা প্রার্থী ২৬৬ ভোট বেশি পান। তাতে মামলার রায় ফরিদ মিয়ার পক্ষে আসে।

এরপর ২০২৩ সালের ১৯ জুন সাইদুল ইসলাম বাবুলের গেজেট বাতিল করে ফরিদ উদ্দিনের নামে গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন সচিবালয়।
এ ছাড়া নৌকার প্রার্থী মো. ফরিদ মিয়াকে শপথ গ্রহণে ব্যবস্থা নিতে নির্দেশ দেয় নির্বাচন কমিশন। তারই ধারাবাহিকতায় আজ বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে ময়মনসিংহ জেলা প্রশাসকের কার্যালয়ে ফরিদ মিয়াকে ইউপি চেয়ারম্যান হিসেবে শপথ পড়ানো হয়।

আইনি লড়াই শেষে ইউপি চেয়ারম্যান হিসেবে শপথ গ্রহণ করার পর মো. ফরিদ উদ্দিন বলেন, ‘আইনের প্রতি আমার আস্থা, বিশ্বাস, ভরসা ছিল। তাই আইনি প্রক্রিয়ার মাধ্যমেই জনগণের আমানত ফিরিয়ে আনতে পেরেছি। ইনশা আল্লাহ বাকি সময়টুকু ইউনিয়নবাসীর সেবক হিসেবে নিজেকে উৎসর্গ করে কাটিয়ে দিতে চাই।’

এ প্রসঙ্গে জানতে চাইলে সদ্য সাবেক ইউপি চেয়ারম্যান সাইদুল ইসলাম বাবুল বলেন, ‘এ বিষয়ে হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টে মামলা চলছে। মামলা চলাকালীন ক্ষমতার জোরে ১১ মাস আগের গেজেট দিয়ে শপথ গ্রহণ করেছেন ফরিদ উদ্দিন। বিষয়টি নিয়ে আমিও আইনের দ্বারস্থ হব।’

এ প্রসঙ্গে জানতে চাইলে ময়মনসিংহ জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী আজকের পত্রিকাকে বলেন, আইনি প্রক্রিয়া শেষে জেলার ঈশ্বরগঞ্জ উপজেলার মাইজবাগ ইউপি চেয়ারম্যান হিসেবে মো. ফরিদ মিয়াকে বিধি মোতাবেক শপথ পড়ানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত