Ajker Patrika

১১ বছর পর নান্দাইল উপজেলা ও পৌর বিএনপির আহ্বায়ক কমিটি

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি 
আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ১৩: ১৪
ইয়াসের খান চৌধুরী, এনামুল কাদির, মিজানুর রহমান লিটন, এ এফ এম আজিজুল ইসলাম পিকুল, রফিকুজ্জামান ভূঁইয়া মনি। ছবি: সংগৃহীত
ইয়াসের খান চৌধুরী, এনামুল কাদির, মিজানুর রহমান লিটন, এ এফ এম আজিজুল ইসলাম পিকুল, রফিকুজ্জামান ভূঁইয়া মনি। ছবি: সংগৃহীত

১১ বছর পর ময়মনসিংহের নান্দাইল উপজেলা ও পৌর বিএনপির আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক এ কে এম এনায়েত উল্লাহ কালাম এবং যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদার ওই কমিটির অনুমোদন দেন।

উপজেলা বিএনপি ও পৌর বিএনপির কমিটি ঘোষণা হওয়ায় স্থানীয় নেতা-কর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি হয়েছে।

উপজেলা বিএনপির আহ্বায়ক হয়েছেন ইয়াসের খান চৌধুরী। তিনি ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন। উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এনামুল কাদিরকে সদস্যসচিব করা হয়। এ ছাড়া মিজানুর রহমান লিটনকে জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক করা হয়। কমিটিতে ১১২ জনকে সদস্য করা হয়েছে।

অন্যদিকে নান্দাইল পৌর বিএনপির কমিটিতে ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক পৌর মেয়র এ এফ এম আজিজুল ইসলাম পিকুলকে আহ্বায়ক করা হয়। সদস্যসচিব করা হয়েছে রফিকুজ্জামান ভূঁইয়া মনিকে। তিনি ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য পদে ছিলেন। কমিটির সদস্যসংখ্যা ৮১।

এদিকে দীর্ঘদিন পর কমিটি ঘোষণা করায় নান্দাইলের বিভিন্ন এলাকায় আনন্দ মিছিল করেছে বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চকরিয়া থানার ওসিকে প্রত্যাহারের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার

হোয়াইট হাউসে মধ্যাহ্নভোজের আগেই বের হয়ে যেতে বলা হয় জেলেনস্কিকে

‘আমাদের অনুমতি ছাড়া কাউকে গ্রেপ্তার করলে থানা ঘেরাও করব’, সরকারি কর্মকর্তার বক্তব্য ভাইরাল

সৈয়দ জামিলের অভিযোগের জবাবে যা লিখলেন সংস্কৃতি উপদেষ্টা

এনসিপির কর্মীদের ঢাকায় আনতে সরকারের বাস রিকুইজিশন, সমালোচনার ঝড়

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত