হালুয়াঘাট (ময়মনসিংহ) প্রতিনিধি
ময়মনসিংহের সীমান্তবর্তী হালুয়াঘাট ও ধোবাউড়া উপজেলার বিভিন্ন এলাকা থেকে চুরি হওয়া এবং হারিয়ে যাওয়া ৪০টি মোবাইল ফোন উদ্ধার করে মালিকদের কাছে হস্তান্তর করেছে পুলিশ।
আজ মঙ্গলবার হালুয়াঘাট ও ধোবাউড়া সার্কেলের সহকারী পুলিশ সুপার কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এসব মোবাইল ফোন মালিকদের কাছে হস্তান্তর করা হয়। হারানো মোবাইল ফোন ফিরে পেয়ে আনন্দিত মোবাইল ফোনের মালিকেরা।
এ সময় জানানো হয় থানায় জিডি (সাধারণ ডায়েরি) করার পর পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসব মোবাইল ফোন উদ্ধার করে।
ভুক্তভোগী অনেকেই ধারণা করেছিলেন হয়তো আর খুঁজে পাবে না শখের কেনা প্রিয় মোবাইল ফোনটি। কিন্তু পুলিশের পদক্ষেপে ফিরে পেয়েছেন হারিয়ে যাওয়া এসব মোবাইল ফোন।
উপজেলার ঘোষবের এলাকার জাকিয়া সুলতানা বলেন, ‘আমি রান্নাঘরে ছিলাম। ঘরে এসে দেখি মোবাইলটি নেই। অনেক খোঁজাখুঁজি করেও পাইনি, কিছুদিন পরে থানায় জিডি করেছিলাম এখন আমি মোবাইলটি পাইয়া অনেক আনন্দ লাগছে।’
গাতী গ্রামের শামসুল ইসলাম বলেন, ‘আমার পুত্রবধূ মোবাইলটা চার্জে দিয়ে বাড়ির বাইরে গিয়েছিল, ঘরে এসে দেখে মোবাইল হারিয়ে গেছে, আজ মোবাইল পেয়ে ভালো লাগছে।’
হালুয়াঘাট সহকারী পুলিশ সুপার হালুয়াঘাট ধোবাউড়া সার্কেল সাগর সরকার বলেন, মোবাইল ফোন হারিয়ে দুই উপজেলার বিভিন্ন এলাকার ভুক্তভোগীরা জিডি করেছিলেন হালুয়াঘাট ও ধোবাউড়া থানায়। পুলিশের সাইবার ইন্টেলিজেন্স ব্রাঞ্চের সদস্যরা তথ্যপ্রযুক্তির সহায়তায় মোবাইল ফোনের আইএমই নম্বর শনাক্ত করে অভিযান পরিচালনা করে।
তিনি আরও বলেন, গাজীপুর, মাওনা, সিলেটসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে ৪০টি মোবাইল উদ্ধার করা হয়েছে। এর আনুমানিক মূল্য হবে ১০ দশ লাখ। মোবাইলগুলো উদ্ধার করে প্রকৃত মালিকদের হাতে হস্তান্তর করা হয়েছে।
ময়মনসিংহের সীমান্তবর্তী হালুয়াঘাট ও ধোবাউড়া উপজেলার বিভিন্ন এলাকা থেকে চুরি হওয়া এবং হারিয়ে যাওয়া ৪০টি মোবাইল ফোন উদ্ধার করে মালিকদের কাছে হস্তান্তর করেছে পুলিশ।
আজ মঙ্গলবার হালুয়াঘাট ও ধোবাউড়া সার্কেলের সহকারী পুলিশ সুপার কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এসব মোবাইল ফোন মালিকদের কাছে হস্তান্তর করা হয়। হারানো মোবাইল ফোন ফিরে পেয়ে আনন্দিত মোবাইল ফোনের মালিকেরা।
এ সময় জানানো হয় থানায় জিডি (সাধারণ ডায়েরি) করার পর পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসব মোবাইল ফোন উদ্ধার করে।
ভুক্তভোগী অনেকেই ধারণা করেছিলেন হয়তো আর খুঁজে পাবে না শখের কেনা প্রিয় মোবাইল ফোনটি। কিন্তু পুলিশের পদক্ষেপে ফিরে পেয়েছেন হারিয়ে যাওয়া এসব মোবাইল ফোন।
উপজেলার ঘোষবের এলাকার জাকিয়া সুলতানা বলেন, ‘আমি রান্নাঘরে ছিলাম। ঘরে এসে দেখি মোবাইলটি নেই। অনেক খোঁজাখুঁজি করেও পাইনি, কিছুদিন পরে থানায় জিডি করেছিলাম এখন আমি মোবাইলটি পাইয়া অনেক আনন্দ লাগছে।’
গাতী গ্রামের শামসুল ইসলাম বলেন, ‘আমার পুত্রবধূ মোবাইলটা চার্জে দিয়ে বাড়ির বাইরে গিয়েছিল, ঘরে এসে দেখে মোবাইল হারিয়ে গেছে, আজ মোবাইল পেয়ে ভালো লাগছে।’
হালুয়াঘাট সহকারী পুলিশ সুপার হালুয়াঘাট ধোবাউড়া সার্কেল সাগর সরকার বলেন, মোবাইল ফোন হারিয়ে দুই উপজেলার বিভিন্ন এলাকার ভুক্তভোগীরা জিডি করেছিলেন হালুয়াঘাট ও ধোবাউড়া থানায়। পুলিশের সাইবার ইন্টেলিজেন্স ব্রাঞ্চের সদস্যরা তথ্যপ্রযুক্তির সহায়তায় মোবাইল ফোনের আইএমই নম্বর শনাক্ত করে অভিযান পরিচালনা করে।
তিনি আরও বলেন, গাজীপুর, মাওনা, সিলেটসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে ৪০টি মোবাইল উদ্ধার করা হয়েছে। এর আনুমানিক মূল্য হবে ১০ দশ লাখ। মোবাইলগুলো উদ্ধার করে প্রকৃত মালিকদের হাতে হস্তান্তর করা হয়েছে।
পূর্বধলায় চাঁদাবাজির মামলায় কৃষক দল নেতা ফজল হককে (৪০) গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। আজ মঙ্গলবার তাঁকে আদালতে পাঠিয়েছে।
১ মিনিট আগেহাসপাতালে ভর্তি হওয়া এক প্রসূতির প্রসবকালে মাথা বিচ্ছিন্ন হয়ে নবজাতকের মৃত্যুর অভিযোগ উঠেছে। তবে চিকিৎসকদের দাবি, গর্ভে থাকতেই নবজাতক মারা গিয়েছিল। মঙ্গলবার (৪ মার্চ) সকালে ২৫০ শয্যাবিশিষ্ট পাবনা জেনারেল হাসপাতালের গাইনি ওয়ার্ডে এ ঘটনা ঘটে।
৭ মিনিট আগেমৌলভীবাজারের বড়লেখায় চকলেট কিনতে গিয়ে ৩ বছরের এক শিশু ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। শিশুটিকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়েছে। গতকাল সোমবার এ ঘটনা ঘটে। এ ব্যাপারে ওই দিনই শিশুটির মা বাদী হয়ে থানায় মামলা করেন।
৮ মিনিট আগেখুলনার রূপসায় কোস্ট গার্ড, নৌবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে একটি দেশীয় দোনলা বন্দুক ও দুটি কার্তুজসহ দুজনকে আটক করা হয়েছে। আটক দুজন হলেন সফিউল্লাহ (৪২) ও ওসিকার খান (৩৮)। তাঁরা রূপসার বাসিন্দা। তাঁদের মধ্যে ওসিকারের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে থানায় একাধিক মামলা রয়েছে।
২১ মিনিট আগে