Ajker Patrika

আনারসের হামলায় লন্ডভন্ড নৌকার নির্বাচনী কার্যালয়

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি
আনারসের হামলায় লন্ডভন্ড নৌকার নির্বাচনী কার্যালয়

ময়মনসিংহের গৌরীপুর উপজেলার মইলাকান্দা ইউনিয়নের গোবিন্দপুর বাজারে নৌকা প্রার্থী জোসেফ উদ্দিন জর্জের নির্বাচনী কার্যালয়ে ভাঙচুর চালিয়েছেন আরেক প্রার্থীর কর্মী-সমর্থকেরা। অভিযোগ বর্তমান চেয়ারম্যান মো. রিয়াদুজ্জামান রিয়াদের বিরুদ্ধে। বিগত নির্বাচনে তিনি ধানের শিষ প্রতীক নিয়ে নির্বাচিত হয়েছিলেন। এবার আনারস প্রতীক নিয়ে নির্বাচন করছেন।  

একজন প্রত্যক্ষদর্শী জানান, রাম দা নিয়ে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে নির্বাচনী কার্যালয় হামলা করা হয়। নাম প্রকাশ না করার শর্তে প্রত্যক্ষদর্শী বলেন, রিয়াদের লোকজন জানতে পারলে তাঁর ওপরও হামলা হতে পারে। শুধু নির্বাচনী কার্যালয় নয়, দোকানপাট ও বাসাবাড়িতেও এ সময় ভাঙচুর করা হয়, ভাঙচুর করা হয় বেশ কয়েকটি মোটরসাইকেল।

মইলাকান্দা ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী (নৌকা) জোসেফ উদ্দিন জর্জ বলেন, ‘শনিবার রিয়াদের নেতৃত্বে শত শত সন্ত্রাসী রাম দা নিয়ে হামলা করে নির্বাচনী কার্যালয়, দোকানপাট ও বাসাবাড়িতে ভাঙচুর করে। এ সময় তারা বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটায়।’

অভিযোগের বিষয়ে জানতে চাইলে উপজেলা বিএনপির একাংশের যুগ্ম আহ্বায়ক ও চেয়ারম্যান প্রার্থী (আনারস) মো. রিয়াদুজ্জামান বলেন, ‘এর আগে নৌকার কর্মী-সমর্থকেরা আমাদের নির্বাচনী প্রচারণায় বাধা দিয়েছে ও কার্যালয় ভাঙচুর করেছে।’

আনারস মার্কার প্রার্থীর কর্মী-সমর্থকেরা নৌকার নির্বাচনী কার্যালয়ে ব্যাপক তাণ্ডব চালায়এ ব্যাপারে জোসেফ উদ্দিন জর্জের বড় ভাই মঞ্জুর আলী বাদী হয়ে গতকাল শনিবার রাতে ৫৯ জনের নাম উল্লেখ করে এবং ১৫০ জন অজ্ঞাতনামা আসামি করে গৌরীপুর থানায় মামলা করেছেন। 

গৌরীপুর থানার ওসি খান আব্দুল হালিম সিদ্দিকী বলেন, ঘটনার পরপরই অভিযান চালিয়ে সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদের গ্রেপ্তারে অভিযান চলছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত