শেরপুরে হয়ে গেল জাতীয় কবি কাজী নজরুল ইসলাম রচিত নাটক ‘শিল্পী’। গতকাল সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমিতে নাটকটি মঞ্চস্থ হয়।
বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে ও শেরপুর জেলা শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় নাটকটি মঞ্চস্থ হয়।
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক আল জাবিরের নির্দেশনায় বিশ্ববিদ্যালয় ও শেরপুরের একঝাঁক নাট্যশিল্পী নাটকটিতে অভিনয় করেছেন।
নাটকের মুখ্য চরিত্র চিত্রকরের অভিনয় করেছেন গণমাধ্যমকর্মী ইমরান হাসান রাব্বী। লাইলী চরিত্রে ছিলেন নাট্যকলা বিভাগের তাহমিনা হিরা ও চিত্রা চরিত্রে আরিফা জাহান সুইটি। চিত্রকরের কৈশোরে অপূর্ব, চিত্রা চরিত্রে রোদেলা আর চিত্রকরের বার্ধক্যে দেবাশীষ চন্দ বাবু অভিনয় করেছেন। নাটকের সেট ডিজাইন, কোরিওগ্রাফি ও লাইটিংয়ের কাজ করেছেন বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের নাট্যকলা ও চারুকলার শিক্ষার্থীরা, যা সবার দৃষ্টি কাড়ে।
নাটকটিতে শিল্পী জীবনের কৈশোর, যৌবন ও বার্ধক্যকে নিপুণভাবে ফুটিয়ে তুলেছেন নির্দেশক। লাইলী চরিত্রে তাহমিনা হিরার অনবদ্য উপস্থাপন দর্শকের হৃদয় ছুঁয়ে যায়। বিপুলসংখ্যক দর্শক নাটকটি উপভোগ করেন। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের নাটকে অভিনয় করতে পেরে বেশ আবেগাপ্লুত অভিনয়শিল্পীরাও।
নাটকের নির্দেশক আল্ জাবির বলেন, কাজী নজরুল ইসলামের শিল্পী নাটকটি প্রায় ১০০ বছর আগে রচিত। নাটকটিতে শিল্পী জীবনের ব্যক্তিজীবন এবং কর্মজীবনের যে সংকট ও দ্বন্দ্ব সেটি মঞ্চে ফুটিয়ে তোলা হয়েছে রঙে, রূপে ও আবহের মধ্য দিয়ে। শিল্পকলাসহ সকলের অব্যাহত সহযোগিতা পেলে শেরপুরের নাট্যাঙ্গন আরও এগিয়ে যাবে।
শেরপুরের জেলা প্রশাসক (ডিসি) আব্দুল্লাহ আল খায়রুম বলেন, জাতীয় কবির অনবদ্য সৃষ্টি শিল্পী নাটক। বাংলাদেশ শিল্পকলা একাডেমির সহযোগিতায় শেরপুরের একঝাঁক অভিনয়শিল্পী দারুণ অভিনয় করেছেন। সবাই নাটকটি সবাই উপভোগ করেছেন।
নাটক চলাকালে শেরপুরের ডিসি আব্দুল্লাহ আল খায়রুম, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক তোফায়েল আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুকতাদিরুল আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মনিরুল হাসান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহনাজ ফেরদৌস, জেলা কালচারাল অফিসার আতিকুর রহমান, প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম আধার, সাধারণ সম্পাদক আদিল মাহমুদ উজ্জলসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
শেরপুরে হয়ে গেল জাতীয় কবি কাজী নজরুল ইসলাম রচিত নাটক ‘শিল্পী’। গতকাল সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমিতে নাটকটি মঞ্চস্থ হয়।
বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে ও শেরপুর জেলা শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় নাটকটি মঞ্চস্থ হয়।
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক আল জাবিরের নির্দেশনায় বিশ্ববিদ্যালয় ও শেরপুরের একঝাঁক নাট্যশিল্পী নাটকটিতে অভিনয় করেছেন।
নাটকের মুখ্য চরিত্র চিত্রকরের অভিনয় করেছেন গণমাধ্যমকর্মী ইমরান হাসান রাব্বী। লাইলী চরিত্রে ছিলেন নাট্যকলা বিভাগের তাহমিনা হিরা ও চিত্রা চরিত্রে আরিফা জাহান সুইটি। চিত্রকরের কৈশোরে অপূর্ব, চিত্রা চরিত্রে রোদেলা আর চিত্রকরের বার্ধক্যে দেবাশীষ চন্দ বাবু অভিনয় করেছেন। নাটকের সেট ডিজাইন, কোরিওগ্রাফি ও লাইটিংয়ের কাজ করেছেন বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের নাট্যকলা ও চারুকলার শিক্ষার্থীরা, যা সবার দৃষ্টি কাড়ে।
নাটকটিতে শিল্পী জীবনের কৈশোর, যৌবন ও বার্ধক্যকে নিপুণভাবে ফুটিয়ে তুলেছেন নির্দেশক। লাইলী চরিত্রে তাহমিনা হিরার অনবদ্য উপস্থাপন দর্শকের হৃদয় ছুঁয়ে যায়। বিপুলসংখ্যক দর্শক নাটকটি উপভোগ করেন। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের নাটকে অভিনয় করতে পেরে বেশ আবেগাপ্লুত অভিনয়শিল্পীরাও।
নাটকের নির্দেশক আল্ জাবির বলেন, কাজী নজরুল ইসলামের শিল্পী নাটকটি প্রায় ১০০ বছর আগে রচিত। নাটকটিতে শিল্পী জীবনের ব্যক্তিজীবন এবং কর্মজীবনের যে সংকট ও দ্বন্দ্ব সেটি মঞ্চে ফুটিয়ে তোলা হয়েছে রঙে, রূপে ও আবহের মধ্য দিয়ে। শিল্পকলাসহ সকলের অব্যাহত সহযোগিতা পেলে শেরপুরের নাট্যাঙ্গন আরও এগিয়ে যাবে।
শেরপুরের জেলা প্রশাসক (ডিসি) আব্দুল্লাহ আল খায়রুম বলেন, জাতীয় কবির অনবদ্য সৃষ্টি শিল্পী নাটক। বাংলাদেশ শিল্পকলা একাডেমির সহযোগিতায় শেরপুরের একঝাঁক অভিনয়শিল্পী দারুণ অভিনয় করেছেন। সবাই নাটকটি সবাই উপভোগ করেছেন।
নাটক চলাকালে শেরপুরের ডিসি আব্দুল্লাহ আল খায়রুম, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক তোফায়েল আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুকতাদিরুল আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মনিরুল হাসান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহনাজ ফেরদৌস, জেলা কালচারাল অফিসার আতিকুর রহমান, প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম আধার, সাধারণ সম্পাদক আদিল মাহমুদ উজ্জলসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
টাঙ্গাইলের সখীপুরে ডেঙ্গুর প্রকোপ বেড়েছে। গতকাল মঙ্গলবার একদিনেই পাঁচজন রোগী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন। এদের মধ্যে একজনকে উন্নত চিকিৎসার জন্যে ঢাকায় পাঠানো হয়েছে। এ নিয়ে চলতি বছর উপজেলায় মোট ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩৫ জনে। আজ বুধবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিসংখ্যান কর্মকর
৩৬ মিনিট আগেসংসদীয় আসন পুনর্বিন্যাসে দুই ইউনিয়ন বিচ্ছিন্ন করার প্রতিবাদে ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় আজ বুধবার তৃতীয় দিনের অবরোধ কর্মসূচি চলছে। আজকের কর্মসূচিকে ঘিরে উপজেলা পরিষদ কার্যালয়ের নিরাপত্তার ব্যবস্থা জোরদার করা হয়েছে। মোতায়েন করা হয়েছে সেনাবাহিনী, পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর পর্যাপ্ত সদস্য।
১ ঘণ্টা আগেপটুয়াখালীর বাউফলে এখন মাঠজুড়ে কৃষকের আমন ধান রোপণের ব্যস্ততা চলছে। বর্ষার পানি নেমে আসায় উপজেলার কৃষকরা জমিতে আমন রোপণের কাজে লেগে পড়েছেন। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কৃষক-শ্রমিকেরা হাটু পানিতে দাঁড়িয়ে চারা রোপণ করছেন।
২ ঘণ্টা আগেকর্ণফুলী নদীতে প্রবল স্রোতের কারণে গতকাল মঙ্গলবার দিবাগত রাত থেকে চন্দ্রঘোনা-রাইখালী নৌ রুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। এতে নদীর দুই পাশে যাত্রী সাধারণ দুর্ভোগে পড়েছেন। গতকাল দিবাগত রাত ৩ টা থেকে রাঙামাটির কাপ্তাই লেক থেকে কর্ণফুলী পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ১৬টি জলকপাট দিয়ে নদীতে পানি ছাড়া হচ্ছে।
২ ঘণ্টা আগে