Ajker Patrika

ময়মনসিংহে সৎছেলের বেল্টের আঘাতে বাবার মৃত্যু

ময়মনসিংহ প্রতিনিধি
আপডেট : ৩০ মার্চ ২০২৪, ২২: ১৪
ময়মনসিংহে সৎছেলের বেল্টের আঘাতে বাবার মৃত্যু

ময়মনসিংহে সৎছেলের কোমরের বেল্টের আঘাতে এক ব্যক্তির মৃত্যু হয়েছে বলে জানা গেছে। আজ শনিবার সকালে নগরীর দক্ষিণ কালীবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। 

নিহত জুলকাস উদ্দিন (৫২) চর ঈশ্বরদিয়ার নেয়ামত মণ্ডলের বাড়ির ফয়জুদ্দিনের ছেলে। ঘটনার পর থেকে ছেলে ফয়সাল আহমেদ (২৫) পলাতক রয়েছেন। 

স্থানীয়দের বরাত দিয়ে ওসি মোহাম্মদ মাইন উদ্দিন জানান, জুলকাসের প্রথম স্ত্রী মারা যাওয়ার পর তিনি ৩২ নম্বর ওয়ার্ডের খোরশেদা বেগমকে দ্বিতীয় বিয়ে করেন। এর পর থেকে তিনি খোরশেদা খাতুনের বাড়িতে থাকতেন। খোরশেদা খাতুনের ঘরে জুলকাসের ঔরসজাত কোনো সন্তান ছিল না। তবে খোরশেদা বেগমের দুই ছেলে রয়েছে। আর তাঁর প্রথম স্ত্রীর ঘরে চার মেয়ে রয়েছে। জুলকাস ওয়েল্ডিংয়ের দোকানে শ্রমিকের কাজ করতেন। সেখান থেকে তিনি ৭০ হাজার টাকা পান। 

ঘটনার দিন আজ সকালে খোরশেদা বেগমের ছোট ছেলে মায়ের কাছে ওই ৭০ হাজার টাকা থেকে ১০ হাজার টাকা দাবি করেন। টাকা না দিলে মারধরের হুমকি দেয়। 

টাকা না দেওয়ায় জুলকাসের সঙ্গে ফয়সালের বিতণ্ডা হয়। এ সময় ফয়সাল কোমরের বেল্ট দিয়ে আঘাত করলে তা জুলকাসের কানের ওপরে লাগে। এরপর তিনি হেঁটে কয়েক গজ যেতেই মাটিতে লুটিয়ে পড়ে ঘটনাস্থলে মারা যান। তখন সুযোগ বুঝে ফয়সাল পালিয়ে যান। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। 

ওসি বলেন, ঘটনার পর থেকে ছেলে ফয়সাল পলাতক রয়েছেন। তাঁকে আটক করতে অভিযান চলছে। 

কোতোয়ালি মডেল উপপরিদর্শক (এসআই) ওয়াসিম কুমার বলেন, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বাবা ছেলে দুজনই মাদকাসক্ত ছিল। ছেলে ফয়সালের নামে মাদক ও মারামারির দুটি মামলা রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

লুটপাটে শেষ ৫ কোটির প্রকল্প

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

বৃদ্ধের চার বিয়ে, থানায় স্বরাষ্ট্র উপদেষ্টার জেরার মুখে হাসির রোল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত