Ajker Patrika

১৪ মাস চাল তুলে কার্ড ফেরত আ.লীগ নেত্রীর

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি
আপডেট : ০৪ এপ্রিল ২০২৪, ১১: ১১
Thumbnail image

ময়মনসিংহের নান্দাইলের দত্তপুর গ্রামের মানিক মিয়ার স্ত্রী রোজিনা আক্তার। সরকারের দুস্থ মহিলা সহায়তার (ভিডব্লিউবি) একটি কার্ড করে দেওয়ার কথা বলে তাঁর কাছ থেকে জাতীয় পরিচয়পত্র ফটোকপি ও ছবি নেন প্রতিবেশী যুবলীগ নেতা শাহজাহান কবির। এর ১৫ মাস পর তিনি জানতে পারেন, তাঁর কার্ড দিয়ে ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কুলসুম আরা চাল তুলে নেন।

বিষয়টি জানতে পেরে গত মঙ্গলবার মোয়াজ্জেমপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) ভবনে গিয়ে রোজিনা ১৪ মাস পর প্রথম ৩০ কেজি চাল উত্তোলন করেন।

রোজিনা বলেন, ‘গত বছরের জানুয়ারি থেকে ফেব্রুয়ারি পর্যন্ত ১৪ মাস আমার কার্ড দিয়ে ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কুলসুম আরা চাল তুলে নেন।’
কুলসুম আরার কাছে অভিযোগের বিষয়ে জানতে চাইলে তিনি বিষয়টি এড়িয়ে যান।

ইউনিয়ন যুবলীগের সভাপতি শাহজাহান কবির বলেন, ‘এত দিন রোজিনার কার্ডের চাল কে উত্তোলন করেছে, তা বলতে পারব না।’

ইউপি চেয়ারম্যান তাছলিমা আক্তার শিউলী বলেন, ‘কার্ডটি কুলসুম আরার কাছে পেয়ে সেটি ফেরত নিয়ে দফাদার আমাকে দেন। পরে আমি কার্ডটি রোজিনার কাছে দিয়েছি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত