Ajker Patrika

সাংবাদিক নাদিম হত্যা: প্রধান আসামি বাবুসহ ৫ জনের জামিন নামঞ্জুর

জামালপুর প্রতিনিধি
আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২৩, ১২: ১৭
সাংবাদিক নাদিম হত্যা: প্রধান আসামি বাবুসহ ৫ জনের জামিন নামঞ্জুর

জামালপুরের বকশীগঞ্জে সাংবাদিক গোলাম রব্বানি হত্যা মামলার প্রধান আসামি মাহমুদুল আলম বাবুসহ পাঁচজনের জামিন নামঞ্জুর করেছেন আদালত। এ নিয়ে তৃতীয়বারের মতো আসামিদের জামিন আবেদন নামঞ্জুর করা হলো। আজ সোমবার বকশীগঞ্জ আমলি আদালতের বিচারক তানভীর আহম্মেদ এ জামিন আবেদন নামঞ্জুর করেন। 

মামলার বাদীপক্ষের আইনজীবী জানান, সাংবাদিক রব্বানি হত্যা মামলায় গ্রেপ্তার ১৭ আসামির মধ্যে প্রধান আসামি বাবু, মকবুল হোসেন, জাকিরুল, রেজাউল ও মনিরুজ্জামান জামিনের আবেদন করেন। বিচারক বাদী ও বিবাদী উভয়পক্ষের আইনজীবীর বক্তব্য শুনে তাঁদের জামিন আবেদন নামঞ্জুর করেন। এ নিয়ে তৃতীয়বারের মতো আসামিদের জামিন আবেদন নামঞ্জুর করা হয়েছে। 

উল্লেখ্য, গত ১৪ জুন কাজ শেষে বাড়ি ফেরার পথে বকশীগঞ্জ পাটহাটি এলাকায় হামলার শিকার হন বাংলা নিউজের জামালপুর জেলা প্রতিনিধি গোলাম রব্বানি নাদিম। পরদিন ১৫ জুন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। এই ঘটনায় ১৭ জুন নিহত রব্বানির স্ত্রী বাদী হয়ে ইউপি চেয়ারম্যান বাবুসহ ২২ জনের নামে বকশীগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় আরও ২০ থেকে ২৫ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত