Ajker Patrika

ভালুকায় বিল থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি 
আপডেট : ১২ আগস্ট ২০২৪, ২১: ৩৯
ভালুকায় বিল থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

ময়মনসিংহের ভালুকায় একটি বিল থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার বিকেলে উপজেলার ভালুকা সদর ইউনিয়নের বাঁশিল গ্রামে অবস্থিত লতানী বিল থেকে লাশটি উদ্ধার করা হয়। 

স্থানীয় সূত্রে জানা যায়, লতানী বিলে একটি লাশ (৪০) ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে ভালুকা মডেল থানার পুলিশ ওই বিল থেকে  মরদেহটি উদ্ধার করে। 

ভালুকা মডেল থানার পরিদর্শক (তদন্ত) জাহাঙ্গীর আলম জানান, খবর পেয়ে লাশটি উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। ওই সময় বিলের পাড় থেকে মাছ ধরার বড়শি, মাছ রাখার ব্যাগ ও জুতা পাওয়া গেছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত