Ajker Patrika

মেয়ের অন্তরঙ্গ ছবি-ভিডিও ফাঁস করায় ‘ছাদ থেকে ফেলে প্রেমিককে হত্যা’, থানায় মামলা

ময়মনসিংহ প্রতিনিধি
আপডেট : ১৫ নভেম্বর ২০২৪, ২৩: ১৬
ফয়সাল খান শুভ। ছবি: সংগৃহীত
ফয়সাল খান শুভ। ছবি: সংগৃহীত

ময়মনসিংহ নগরীর একটি পাঁচতলা বাসার ছাদ থেকে পড়ে ফয়সাল খান শুভ (৩০) নামের এক যুবক গুরুতর আহত হন। গত ১০ নভেম্বরের এ ঘটনায় ঢাকা ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ শুক্রবার সকালে তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।

ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুল ইসলাম এই তথ্য জানিয়েছেন।

নিহত ফয়সাল খান শুভ জেলার ঈশ্বরগঞ্জ উপজেলার কাশিপুর এলাকার মো. সেলিম খানের ছেলে। তিনি কবি নজরুল বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ সম্পন্ন করে নগরীর কেওয়াটখালী পাওয়ার হাউজ রোডে বোন জামাইয়ের বাসায় থেকে চাকরির জন্য চেষ্টা করছিলেন।

নিহত ফয়সালের স্বজনেরা জানায়, ফয়সালের সঙ্গে একই গ্রামের সুলতান উদ্দিনের মেয়ের চার বছর ধরে প্রেমের সম্পর্ক চলছিল। সম্প্রতি ওই মেয়ের অর্থ মন্ত্রণালয়ে চাকরি হয়। সেখান থেকে এক ট্রেনিংয়ে গিয়ে ব্যাচমেটের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ান তিনি এবং ফয়সালের সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেন।

এদিকে ব্যাচমেটের সঙ্গে ওই মেয়ের বিয়ে ঠিক হয়। আজ শুক্রবার তাঁদের বিয়ে হওয়ার কথা ছিল। বিষয়টি ফয়সাল জানতে পেরে ওই ছেলের সঙ্গে মোবাইলে যোগাযোগ করে কিছু ছবি-ভিডিও পাঠান। এ ঘটনায় ওই মেয়ের বাবা সুলতান আহমেদ গত ১ নভেম্বর ঈশ্বরগঞ্জ থানায় ফয়সালসহ চারজনের বিরুদ্ধে পর্নোগ্রাফি আইনে অভিযোগ দায়ের করেন।

হাসপাতালে চিকিৎসাধীন ফয়সাল খান শুভ। ছবি: সংগৃহীত
হাসপাতালে চিকিৎসাধীন ফয়সাল খান শুভ। ছবি: সংগৃহীত

ফয়সালের দুলাভাই মো. মোহসিনের দাবি, এ ঘটনার পর গত ১০ নভেম্বর রাত সাড়ে ৯টার দিকে ডিবি পুলিশ তাঁর বাসায় আসে। এ সময় ডিবি পুলিশের সঙ্গে মেয়ের বাবা ও তাঁর দুই ভাইও আসেন। ডিবি পুলিশ এলে তিনি গেট খুলে দেন। এ সময় মেয়ের বাবা ও তাঁর দুই ভাই বাসার ছাদে গিয়ে ফয়সালকে পেয়ে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেন। পরে ডিবি পুলিশসহ তাঁরা সবাই চলে যান। পরে প্রতিবেশীর কাছ থেকে খবর পেয়ে ফয়সালকে গুরুতর অবস্থায় উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে তাঁকে ঢাকা ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ শুক্রবার সকালে ফয়সাল মারা যান।

মেয়ের পরিবারের লোকজন পলাতক থাকায় এ বিষয়ে তাঁদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম বলেন, ‘আমরা অভিযোগের ভিত্তিতে বাসায় গিয়েছি। বাসায় গেলে ফয়সালের বোন জামাই কেচি গেট খুলে দেন। ফয়সালকে না পেয়ে আমরা চলে এসেছি। আপনার কাছে থাকা সিসিটিভি ফুটেজে দেখতে পারেন, বের হওয়ার সময় পুলিশের কোনো তাড়াহুড়া ছিল না। ফয়সাল ছাদ থেকে পড়েছে নাকি অন্য কিছু বিষয়টি আমার জানা নেই।’

এ বিষয়ে জানতে চাইলে কোতোয়ালি মডেল থানার ওসি মো. শফিকুল ইসলাম খান আজকের পত্রিকাকে বলেন, ঢাকায় লাশের ময়নাতদন্ত হয়েছে। এ ঘটনায় মেয়ের পরিবারের ছয়জনকে আসামি করে ফয়সালের বাবা সেলিম খান বাদী হয়ে মামলা করেছেন। তদন্ত করে প্রকৃত ঘটনা জানা যাবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

লুটপাটে শেষ ৫ কোটির প্রকল্প

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

বৃদ্ধের চার বিয়ে, থানায় স্বরাষ্ট্র উপদেষ্টার জেরার মুখে হাসির রোল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত