Ajker Patrika

ময়মনসিংহ মহানগর যুবদলের সম্পাদক গ্রেপ্তার

ময়মনসিংহ প্রতিনিধি
আপডেট : ০৩ নভেম্বর ২০২২, ১০: ১৬
Thumbnail image

ময়মনসিংহ মহানগর যুবদলের সাধারণ সম্পাদক জোবায়ের হোসেন শাকিলকে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার (২ নভেম্বর) রাতে নগরীর নতুন বাজার এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

খোঁজ নিয়ে জানা যায়, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তাঁর স্ত্রী ডা. যুবাইদা রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির প্রতিবাদে বুধবার বিকেলে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ মিছিল করেন শাকিল। মিছিল শেষে করে নতুন বাজার দলীয় কার্যালয় থেকে বাসায় ফেরার পথে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ বলেন, গত ১৫ অক্টোবর বিএনপির ময়মনসিংহ বিভাগীয় সমাবেশের দিন নগরীর রেলওয়ে স্টেশন এলাকায় সংঘর্ষের ঘটনায় দায়ের করা মামলায় শাকিলকে গ্রেপ্তার করা হয়েছে।

প্রসঙ্গত, গত ১৫ অক্টোবর বিএনপির বিভাগীয় গণসমাবেশ থেকে একটি মিছিল ফেরার পথে নগরীর রেলওয়ে জংশন স্টেশন এলাকায় আওয়ামী লীগের কর্মীদের সঙ্গে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ হয়। এতে তিন পুলিশ সদস্যসহ মহানগর আওয়ামী লীগের এক নেতা আহত হন। পরে এ ঘটনায় পুলিশ বাদী হয়ে বিএনপির ২৩ নেতা-কর্মীর নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা ৩৫০-৪০০ জনকে আসামি করে মামলা করে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত