Ajker Patrika

পাকুন্দিয়ায় বজ্রাঘাতে যুবকের মৃত্যু

পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ৩১ মার্চ ২০২৩, ১৫: ০৭
পাকুন্দিয়ায় বজ্রাঘাতে যুবকের মৃত্যু

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বজ্রাঘাতে মেহেদী হাসান সিয়াম (২১) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলার জাঙ্গালিয়া গ্রামে এ ঘটনা ঘটে। সিয়াম ওই গ্রামের মকবুল হোসেনের ছেলে।

পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সারোয়ার জাহান এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে বাড়ি থেকে জাঙ্গালিয়া বাজারে নিজ দোকানে যাচ্ছিলেন সিয়াম। পথে ঝড়ের কবলে পড়েন তিনি। ঝড়-বৃষ্টির সঙ্গে একপর্যায়ে বজ্রপাত শুরু হয়। এ সময় বজ্রাঘাতে মারা যান সিয়াম।

এ ব্যাপারে পাকুন্দিয়া থানার ওসি মো. সারোয়ার জাহান বলেন, বজ্রাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...