Ajker Patrika

শিক্ষাপ্রতিষ্ঠান খোলার দাবিতে ময়মনসিংহে প্রতীকী ক্লাস 

প্রতিনিধি, ময়মনসিংহ
Thumbnail image

বিশেষ ব্যবস্থায় শিক্ষার্থীদের টিকা দিয়ে দ্রুত শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবিতে ময়মনসিংহে প্রতীকী ক্লাস অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার বিকেলে প্রগতিশীল ছাত্র জোটের আয়োজনে নগরীর টাউনহল মোড়ে প্রতীকী ক্লাস অনুষ্ঠিত হয়। প্রতীকী ক্লাস নেন মুকুল নিকেতন বিদ্যালয়ের সাবেক শিক্ষক মোতাহার হোসেন।

ক্লাস শেষে বক্তব্য রাখেন, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের জেলা সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম, জেলা ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক বাহাউদ্দীন শুভ এবং সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট জেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নকীব। 

এ সময় বক্তারা বলেন, করোনার অজুহাতে ১৭ মাস ধরে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। এর ফলে এরই মধ্যে ৩০ ভাগের ওপরে শিক্ষার্থী পড়াশোনা ছেড়ে দিয়েছে। অসংখ্য কিশোরী শিক্ষার্থী বাল্য বিবাহের শিকার হয়েছে।

এ ছাড়াও অসংখ্য শিক্ষার্থী মোবাইল গেম, ইন্টারনেট, পর্নোগ্রাফিতে আসক্ত হয়েছে। কারণ শতকরা ৭০-৮০ ভাগ শিক্ষার্থী অনলাইন শিক্ষার সুযোগ বঞ্চিত রয়েছে বলে জানান তারা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত