Ajker Patrika

স্ত্রীকে হত্যা করে পালিয়ে ছিলেন ২৬ বছর, করেছিলেন বিয়েও

ফুলবাড়িয়া (ময়মনসিংহ) প্রতিনিধি 
আপডেট : ২৭ মে ২০২২, ১১: ৪১
স্ত্রীকে হত্যা করে পালিয়ে ছিলেন ২৬ বছর, করেছিলেন বিয়েও

ফুলবাড়িয়ায় স্ত্রীকে হত্যা করে ২৬ বছর পালিয়ে ছিলেন আব্দুল আজিজ (৫০), করেছিলেন বিয়েও। অবশেষে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ওই স্বামীকে গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছে পুলিশ। আব্দুল আজিজ উপজেলার পুটিজানা ইউনিয়নের নামাপাড়া গ্রামের আহাদ আলীর ছেলে।

বুধবার (২৫ মে) বিকেলে টাঙ্গাইল জেলা সদরের বেবিস্ট্যান্ড হরিয়া এলাকা থেকে আজিজকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারের পর গতকাল বৃহস্পতিবার জেলা দায়রা জজ আদালতে তোলা হলে বিচারক হেলাল উদ্দিন তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। 

আদালত পরিদর্শক প্রসুন কান্তি দাস বলেন, ‘যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি আব্দুল আজিজকে আদালতে তোলা হলে বিচারক তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।’ 

ফুলবাড়িয়া থানার উপপরিদর্শক আব্দুর রাজ্জাক বলেন, ‘১৯৯৬ সালের ৮ জুলাই উপজেলার পুটিজানা ইউনিয়নের নামাপাড়া গ্রামে পারিবারিক বিরোধে আব্দুল আজিজ তাঁর স্ত্রীকে হত্যা করেন। এ ঘটনায় তাঁকে আসামি করে ফুলবাড়িয়া থানায় একটি হত্যা মামলা হয়। এরপর থেকেই তিনি পলাতক ছিলেন। ওই মামলায় আদালত যাবজ্জীবন সাজা দেন আব্দুল আজিজকে। পরে গত বছরের সেপ্টেম্বর মাসে আদালত আব্দুল আজিজের গ্রেপ্তার ওয়ারেন্ট ইস্যু করেন। ওয়ারেন্ট ইস্যুর পর থেকে তাঁকে গ্রেপ্তার করতে অভিযান চালিয়ে আসছিলাম। সম্প্রতি জানতে পারি, আব্দুল আজিজ টাঙ্গাইল জেলা সদরের বেবিস্ট্যান্ড হরিয়া এলাকায় বসবাস করছেন। এমন সংবাদ পেয়ে বুধবার বিকেলে অভিযান চালিয় তাঁকে গ্রেপ্তার করি।’

আব্দুল আজিজের বরাত দিয়ে তিনি বলেন, ‘তিনি সেখানে ভাঙারির ব্যবসা করতেন। সেখানে নিজের পরিচয় গোপন করে বিয়েও করেছিলেন। সেখানে তাঁর দুই ছেলে ও দুই মেয়ে রয়েছে।’ 

ফুলবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, ‘আব্দুল আজিজ তাঁর স্ত্রীকে হত্যা করে ২৬ বছর পালিয়ে ছিলেন। ওয়ারেন্ট ইস্যুর পর তাঁকে গ্রেপ্তার করে আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

লুটপাটে শেষ ৫ কোটির প্রকল্প

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

বৃদ্ধের চার বিয়ে, থানায় স্বরাষ্ট্র উপদেষ্টার জেরার মুখে হাসির রোল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত