Ajker Patrika

মহাসড়কে কোনো প্রকার চাঁদাবাজি হবে না: পরিকল্পনামন্ত্রী 

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি
আপডেট : ১৮ জানুয়ারি ২০২৪, ২২: ২৮
মহাসড়কে কোনো প্রকার চাঁদাবাজি হবে না: পরিকল্পনামন্ত্রী 

পরিকল্পনা মন্ত্রী মেজর জেনারেল (অব.) আব্দুস সালাম বলেছেন, ‘মহাসড়কে কোনো প্রকার চাঁদাবাজি হবে না। আমি বলে দিতে চাই, কেউ যেন চাঁদাবাজিতে না যাই। যারা চাঁদাবাজি করবে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আর শিক্ষাখাতে অনিয়ম দুর্নীতি নিয়োগ বানিজ্য হবে না। মেধার অগ্রধিকার পাবে, যার মেধা বেশি তাকেই চাকরি দেওয়া হবে।’

আজ বৃহস্পতিবার ময়মনসিংহের নান্দাইলের চণ্ডীপাশা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা আওয়ামী লীগের এক সংবর্ধনা সভায় তিনি এসব কথা বলেন।

মেজর জেনারেল (অব.) আব্দুস সালাম বলেন, ‘এলাকায় অবকাঠামো বিশেষ করে দুর্যোগ ব্যবস্থাপনায় জোর দেব। যেসব রাস্তায় মাটি কাটা হয়নি, সেগুলোতে কাজ করা হবে। গ্রামীণ সড়ক পাকাকরণে সব পদক্ষেপ নেওয়া হবে।’

পরিকল্পনা মন্ত্রী বলেন, ‘স্বাস্থ্য খাতে সেবার মান বৃদ্ধিতে কাজ করা হবে। মন্ত্রী পরিষদের বৈঠকে স্বাস্থ্যসেবার মান বাড়ানোর বিষয়ে আলোচনা হয়েছে। স্বাস্থ্যমন্ত্রীকে বলেছি, স্বাস্থ্যসেবায় যে প্রকল্পগুলো নিয়েছেন সে ব্যাপারে আমি সহযোগিতার আশ্বাস দিয়েছি। দেশে বিদ্যুতের কোনো ঘাটতি নাই। সুতরাং মিটারের জন্য কোনো টাকা পয়সা দিতে হবে না।’

তিনি আরও বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্বাচন অবাধ ও সুষ্ঠু নিরপেক্ষ করেছে। নির্বাচনে সব প্রার্থীকে সমান সুযোগ দিয়েছেন। যারা রাজনীতি করবে না তাদের নিয়ে বাড়াবাড়ি করবেন না। নান্দাইলে ইতিমধ্যে শ্রমিকদের দাবির পরিপ্রেক্ষিতে চাঁদাবাজি বন্ধ করে দিয়েছি।’

সভায় আরও বক্তব্য দেন-জেলা আওয়ামী লীগের উপদেষ্টা অ্যাডভোকেট কবির উদ্দিন ভূঁইয়া, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. মতিউর রহমান ভূঁইয়া, নান্দাইল উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল মালেক চৌধুরী স্বপন, উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রেনু, সাংগঠনিক সম্পাদক শফিকুর রহমান, নাজিম উদ্দিন লিটন, পরিকল্পনা মন্ত্রী মেয়ে আওয়ামী লীগ নেত্রী ওয়াহিদা হোসেন রুপা প্রমুখ। সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম শাহান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সমাবেশে দলীয় স্লোগান ও জাতীয় সংগীত পরিবেশনে বাধা দেওয়া প্রসঙ্গে এনসিপির বিবৃতি

তোরা যারা রাজাকার, সময় থাকতে বাংলা ছাড়: ফেসবুকে বাকের মজুমদার

কঠোর হচ্ছে যুক্তরাজ্যের অভিবাসন নীতি, স্থায়ী বসবাসের আবেদনে অপেক্ষা ১০ বছর

যুদ্ধ বলিউডের সিনেমা নয়: ভারতের সাবেক সেনাপ্রধান

রাজপথের চাপে কোনো বিচার করা সম্ভব নয়: চিফ প্রসিকিউটর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত