Ajker Patrika

‘এমপি হোসনে আরা রাজনৈতিক প্রতিবন্ধী’ 

ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি
আপডেট : ০১ মার্চ ২০২৩, ১১: ১০
‘এমপি হোসনে আরা রাজনৈতিক প্রতিবন্ধী’ 

বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি প্রয়াত জিয়াউর রহমানকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘খুনি’ বলায় জামালপুর-শেরপুর সংরক্ষিত আসনের মহিলা এমপি হোসনে আরাকে ‘রাজনৈতিক প্রতিবন্ধী’ আখ্যা দিয়েছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জামালপুর-২ ইসলামপুর আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) সুলতান মাহমুদ বাবু। 

গতকাল মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১১টায় মোবাইল ফোনে স্থানীয় সাংবাদিকদের তিনি এই প্রতিক্রিয়া জানান। 

এর আগে মঙ্গলবার বিকেলে জামালপুরের ইসলামপুর উপজেলার চিনাডুলী ইউনিয়নের চিনাডুলী পশ্চিমপাড়া গ্রামের গাজীর বাড়িতে ‘শেখ হাসিনার উন্নয়ন’ শীর্ষক এক আলোচনা সভা ও উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি এমপি হোসনে আরা জিয়াউর রহমানকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘খুনি’ বলে আখ্যা দেন। 

এ নিয়ে ‘জিয়াউর রহমানকে বঙ্গবন্ধুর “খুনি” বললেন এমপি হোসনে আরা’ শিরোনামে একটি খবর রাতে আজকের পত্রিকার অনলাইন ভার্সনে দেখতে পান বিএনপির নেতা সুলতান মাহমুদ বাবু। 

পরে মোবাইল ফোনে স্থানীয় সাংবাদিকদের তিনি বলেন, ‘এমপি হোসনে আরা বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি প্রয়াত জিয়াউর রহমানকে নিয়ে বিষোদ্গার করেছেন, যা রাজনৈতিক শিষ্টাচারবহির্ভূত। ‘রাজনৈতিক প্রতিবন্ধী’ না হলে মহান মুক্তিযুদ্ধে ১১ নম্বর সেক্টরে নেতৃত্বদানকারীকে নিয়ে কেউ এমন কাণ্ডজ্ঞানহীন মন্তব্য করতে পারেন না। মনে রাখতে হবে, জিয়াউর রহমান ‘বীর উত্তম’ উপাধিতে ভূষিত। তিনি বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা। মুক্তিযুদ্ধের পরতে পরতে জিয়াউর রহমানের অবদান রয়েছে। বিএনপি নয়, বরং আওয়ামী লীগই ইতিমধ্যে ‘খুনির দল’ হিসেবে পরিচিতি লাভ করেছে। সে কারণেই জনগণ তাদের ভোট দেয় না।’

সুলতান মাহমুদ বাবু আরও বলেন, ‘আগামী সংসদ নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ভাগিয়ে নিতে দলীয় হাইকমান্ডের দৃষ্টি ফেরাতে একশ্রেণির রাজনৈতিক প্রতিবন্ধী আওয়ামী নেতারা গণমানুষের দল বিএনপির বিরুদ্ধে বানোয়াট ও কাল্পনিক তথ্য ছড়াচ্ছে। জনগণকে তাদের দলে ভেড়াতে মনগড়া তথ্য উপস্থাপন করে যাচ্ছে। তাদের হীন কর্মকাণ্ডের প্রতিবাদ করলেই গায়েবি মামলায় হয়রানি করছে।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টিআইএন নেওয়ার পরে কিন্তু ঘুমাইতে পারবেন না: এনবিআর চেয়ারম্যান

আ. লীগ নির্বাচনে অংশ নেবে কি না, তারাই সিদ্ধান্ত নেবে: বিবিসিকে প্রধান উপদেষ্টা

এনআইডির তথ্য ফাঁস করে ২০ হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগ জিয়াউলের বিরুদ্ধে

সাতকানিয়ায় নিহত জামায়াত কর্মীর লাশের পাশে ব্রাজিলের তৈরি অত্যাধুনিক পিস্তল

এইচএসসি পাসেই রাবিতে প্রথম শ্রেণির চাকরি!

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত