Ajker Patrika

মসিকে দ্বিতীয় ধাপে মশা নিধন শুরু

প্রতিনিধি, ময়মনসিংহ
আপডেট : ৩১ জুলাই ২০২১, ০৯: ৪১
মসিকে দ্বিতীয় ধাপে মশা নিধন শুরু

ময়মনসিংহ সিটি করপোরেশনে পঞ্চম দিনের মতো চলছে মশা নিধন কার্যক্রম। গতকাল শুক্রবার (৩০ জুলাই) বিকেলে দ্বিতীয় ধাপে এই কার্যক্রম শুরু হয়। এর আগে ২৬ জুলাই থেকে চলে এ কার্যক্রমের প্রথম ধাপ। 

মসিক মেয়র মো. ইকরামুল হক টিটুর নির্দেশে সিটি করপোরেশনের ১২টি ওয়ার্ডে দ্বিতীয় ধাপে একযোগে ওয়ার্ড কাউন্সিলর ও মসিক কর্মকর্তাদের উপস্থিতিতে এ কার্যক্রম পরিচালিত হয়। ওয়ার্ড কাউন্সিলরদের সঙ্গে এ কার্যক্রম পরিদর্শন করেন প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা অসীম সাহা, নগর-পরিকল্পনাবিদ মানস বিশ্বাস, খাদ্য ও স্যানিটেশন কর্মকর্তা দীপক মজুমদার প্রমুখ।

এ বিষয়ে মেয়র মো. ইকরামুল হক টিটু বলেন, ‘এডিস মশার বিস্তার রোধ ও মশা থেকে নগরবাসীকে রক্ষা করা সিটি করপোরেশনের অন্যতম দায়িত্ব। এ দায়িত্ব পালনে আগের বছরগুলোর মতো এ বছরও আমরা চেষ্টা করে যাচ্ছি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত