Ajker Patrika

ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

ময়মনসিংহ প্রতিনিধি
Thumbnail image

দীর্ঘ ১৯ বছর পর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেছে ময়মনসিংহ জেলা উত্তর যুবদল। কমিটির আকার ২০১ সদস্য বিশিষ্ট। 

এই দীর্ঘ সময়ে একাধিকবার জেলা উত্তর যুবদলের আংশিক কমিটি গঠিত হলেও পূর্ণাঙ্গ কমিটির মুখ দেখেনি এই সাংগঠনিক এলাকা। এই কমিটির মধ্য দিয়ে পদবঞ্চিতদের মূল্যায়ন হওয়ায় সংগঠনের নেতা–কর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা যাচ্ছে। 

নবগঠিত কমিটিতে ভিপি শামছুল হক শামছুকে সভাপতি, রবিউল করিম বিপ্লবকে সাধারণ সম্পাদক এবং আমিনুল ইসলাম মিন্টুকে সাংগঠনিক সম্পাদক করে এ কমিটি অনুমোদন করা হয়। বুধবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় এ নতুন কমিটির সভাপতি ভিপি শামছুল হক শামছু এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন। 

এর আগে মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) রাতে যুবদল কেন্দ্রীয় কমিটির সভাপতি সাইফুল আলম নীরব ও সাধারণ সম্পাদক সুলতান সালাহ উদ্দিন টুকু এ কমিটিতে স্বাক্ষর করেন। 

জানা যায়, নবগঠিত পূর্ণাঙ্গ কমিটির সহসভাপতি ২৬ জন, যুগ্ম সম্পাদক ১৮ জন, সহসাধারণ সম্পাদক ১৫ জন, সহ-সাংগঠনিক সম্পাদক ১০, বিভিন্ন পদে সম্পাদক ৫৭ জন এবং সদস্য ৭১ জন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত