ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি
বকেয়া বেতনের দাবিতে ময়মনসিংহের ভালুকা উপজেলায় ঢাকা–ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন একটি কারখানার শ্রমিকেরা। আজ মঙ্গলবার বিকেল ৫টার দিকে আইডিয়াল মোড়ে মহাসড়ক অবরোধ করেন আকবর কটন মিলের শ্রমিকেরা।
শিল্প পুলিশ ও শ্রমিকদের সূত্র জানা যায়, আজ বিকেলে ঢাকা–ময়মনসিংহ মহাসড়ক প্রায় এক ঘণ্টা অবরোধ করে রাখেন শ্রমিকেরা। এ সময় মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে যাত্রীরা চরম ভোগান্তির শিকার হন।
খবর পেয়ে শিল্প পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে কারখানা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে শ্রমিকদের বকেয়া বেতন আগামীকাল বুধবার পরিশোধের আশ্বাস দিলে শ্রমিকেরা অবরোধ তুলে নেয়।
আন্দোলনকারী শ্রমিকেরা জানায়, ভালুকা উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের জামিরদিয়া গ্রামে অবস্থিত আকবর কটন মিলস লিমিটেড। এ কারখানার প্রায় ১ হাজার ৬০০ শ্রমিক তিন বিভাগে কাজ করেন। এর মধ্যে কেবল এক বিভাগের শ্রমিকদের গত জানুয়ারি মাসের বেতন দেওয়া হয়েছে। বাকি শ্রমিকদের বেতন এখনো পরিশোধ করা হয়নি।
চলতি মাসের ২২ তারিখ ও আজ মঙ্গলবার বকেয়া বেতন পরিশোধের তারিখ দিয়েও কারাখানা কর্তৃপক্ষ বেতন দেননি। তাই বাধ্য হয়ে আজ তাঁরা মহাসড়ক অবরোধ করেন। খবর পেয়ে থানা ও শিল্প পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে কারখানা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে শ্রমিকদের বেতন পরিশোধের আশ্বাস দিলে তাঁরা অবরোধ তুলে নেয়। পরে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ জানান, চলতি বছর জানুয়ারি মাসের বকেয়া বেতনের দাবিতে আকবর কটন মিলস লিমিটেডের শ্রমিকেরা মহাসড়ক অবরোধ করেন। পরে কারখানা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার পর তাঁরা শ্রমিকদের বেতন পরিশোধের আশ্বাস দিলে অবরোধ তুলে নেয়।
বকেয়া বেতনের দাবিতে ময়মনসিংহের ভালুকা উপজেলায় ঢাকা–ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন একটি কারখানার শ্রমিকেরা। আজ মঙ্গলবার বিকেল ৫টার দিকে আইডিয়াল মোড়ে মহাসড়ক অবরোধ করেন আকবর কটন মিলের শ্রমিকেরা।
শিল্প পুলিশ ও শ্রমিকদের সূত্র জানা যায়, আজ বিকেলে ঢাকা–ময়মনসিংহ মহাসড়ক প্রায় এক ঘণ্টা অবরোধ করে রাখেন শ্রমিকেরা। এ সময় মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে যাত্রীরা চরম ভোগান্তির শিকার হন।
খবর পেয়ে শিল্প পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে কারখানা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে শ্রমিকদের বকেয়া বেতন আগামীকাল বুধবার পরিশোধের আশ্বাস দিলে শ্রমিকেরা অবরোধ তুলে নেয়।
আন্দোলনকারী শ্রমিকেরা জানায়, ভালুকা উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের জামিরদিয়া গ্রামে অবস্থিত আকবর কটন মিলস লিমিটেড। এ কারখানার প্রায় ১ হাজার ৬০০ শ্রমিক তিন বিভাগে কাজ করেন। এর মধ্যে কেবল এক বিভাগের শ্রমিকদের গত জানুয়ারি মাসের বেতন দেওয়া হয়েছে। বাকি শ্রমিকদের বেতন এখনো পরিশোধ করা হয়নি।
চলতি মাসের ২২ তারিখ ও আজ মঙ্গলবার বকেয়া বেতন পরিশোধের তারিখ দিয়েও কারাখানা কর্তৃপক্ষ বেতন দেননি। তাই বাধ্য হয়ে আজ তাঁরা মহাসড়ক অবরোধ করেন। খবর পেয়ে থানা ও শিল্প পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে কারখানা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে শ্রমিকদের বেতন পরিশোধের আশ্বাস দিলে তাঁরা অবরোধ তুলে নেয়। পরে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ জানান, চলতি বছর জানুয়ারি মাসের বকেয়া বেতনের দাবিতে আকবর কটন মিলস লিমিটেডের শ্রমিকেরা মহাসড়ক অবরোধ করেন। পরে কারখানা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার পর তাঁরা শ্রমিকদের বেতন পরিশোধের আশ্বাস দিলে অবরোধ তুলে নেয়।
নওগাঁয় অবৈধভাবে ধান-চাল মজুত, ধানের জাত ও মিলের নাম না লেখাসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও জেলা খাদ্য বিভাগ। অভিযানে এসিআই ফুডসসহ ছয়টি চালকল ও প্রতিষ্ঠানে ৬ লাখ ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
১ মিনিট আগেযশোরের কেশবপুর পৌরসভার সাবেক মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলামকে ধরে পুলিশে দিয়েছে ছাত্র-জনতা। আজ বুধবার বেলা ৩টার দিকে পৌর শহরের ভবানীপুর এলাকায় একটি বাড়ি ঘেরাও করে ছাত্র-জনতা। একপর্যায়ে ছাত্র-জনতার হাত থেকে পালাতে গিয়ে রফিকুল ইসলাম একটি ডোবায় ঝাঁপ দেন।
৮ মিনিট আগেনরসিংদীর রায়পুরায় ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ট্রেড লাইসেন্স নিতে এসে মাদকাসক্ত এক যুবকের ধারালো দায়ের কোপে নিহত হয়েছেন শাহীন (৩২) নামের এক ব্যবসায়ী। অভিযুক্ত শামীমকে ঘটনাস্থলেই আটক করে পুলিশে সোপর্দ করে স্থানীয় জনতা। আজ বুধবার (২ জুলাই) বেলা ৩টার দিকে উপজেলার আমিরগঞ্জ ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এ ঘটনা ঘটে।
১৪ মিনিট আগেরাজশাহী মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক তৌরিদ আল মাসুদ রনিকে ধরতে একটি ভবন ঘেরাও করেছিলেন যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতা-কর্মীরা। পরে খবর পেয়ে তল্লাশি শুরু করে পুলিশ। তখন যুবদলের এক নেতাকে ফোন করে রনি বলেছেন, ‘এত কষ্ট করছেন, আমি আপনাদের থেকে অনেক দূরে। আমাকে খুঁজে লাভ হবে না, পাবেন না।’
২৯ মিনিট আগে