Ajker Patrika

হোটেলে সাপ আতঙ্কে রুম ছেড়েছে অতিথিরা

ময়মনসিংহ প্রতিনিধি
আপডেট : ১৩ জানুয়ারি ২০২২, ১৮: ৫১
হোটেলে সাপ আতঙ্কে রুম ছেড়েছে অতিথিরা

ময়মনসিংহের আমির ইন্টারন্যাশনাল হোটেলে সাপ পাওয়া যাওয়ায় আতঙ্কে রুমে ছেড়েছেন অতিথিরা। আজ বুধবার সকালে নগরীর স্টেশন রোডে অবস্থিত আমির ইন্টারন্যাশনাল হোটেলের ৫০১ নম্বর রুমে এ ঘটনা ঘটে। পরে সাপটিকে তাড়িয়ে দেয় হোটেলে দায়িত্বরতরা। 

বাগেরহাট জেলার মোড়েলগঞ্জ থেকে গত মঙ্গলবার বিকেলে আমির ইন্টারন্যাশনাল হোটেলের ৫০১ নম্বর রুমে ওঠেন আব্দুল মান্নান খান সাগর এবং আফিরুল ইসলাম খোকা। আজ বুধবার সকাল ৮টার দিকে আব্দুল মান্নান খান সাগর টয়লেটে গিয়ে দেখতে পান একটি বিষধর সাপ ফণা তুলছে আছে। পরে আতঙ্কে তাড়াহুড়া করে বিষয়টি কাউন্টারে জানালে দায়িত্বরতরা গিয়ে সাপটিকে তাড়িয়ে দেয়। এ ঘটনার পর হোটেলের রুম ছাড়েন তারা। 

অতিথি আব্দুল মান্নান খান সাগর বলেন, ময়মনসিংহের নামকরা একটি হোটেলের যদি এমন অবস্থা হয় তাহলে মানুষ স্বস্তিতে কোথাও রাত্রিযাপন করতে পারবে না। আমি বাচ্চা সাপটি দেখতে পেয়ে আতঙ্কিত হয়ে পড়ি। সাপটিও আমার দিকে ফণা তুলছিল ছোবল দেওয়ার জন্য। তবে মনে হয় হোটেলে সাপের বাসা রয়েছে। রুম ভাড়া অতিরিক্ত হলেও সেবার মান খুবই খারাপ। এসবের বিরুদ্ধে প্রশাসনের নজরদারি প্রয়োজন। 

আমির ইন্টারন্যাশনাল হোটেলের অভ্যর্থনার দায়িত্বে থাকা অমিত বলেন, হোটেলে সাপ পাওয়ার বিষয়ে আমি অবগত নই। সকালে আরেকজন দায়িত্বে ছিলেন। সে আসলে বলা যাবে আসল ঘটনাটা কি। 

আমির ইন্টারন্যাশনাল হোটেলের অন্যতম মালিক মাসুদুর রহমান বলেন, ‘আমরা চার ভাই হোটেলটি পরিচালনা করি। এখন আমি ঢাকায় আছি হোটেলে সাপ পাওয়ার বিষয়ে অবগত নই। তবে যদিও সাপ থেকে থাকে তাহলে সেটা স্বাভাবিক বিষয়। এ ব্যাপারে খোঁজ খবর নিয়ে ব্যবস্থা নেওয়া হচ্ছে।’ 

কোতোয়ালি মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ বলেন, ‘হোটেলের টয়লেটে সাপ পাওয়ার বিষয়টি আমিও শুনেছি। তবে এ বিষয়ে কোনো অতিথি অভিযোগ করেনি। অতিথিদের নিরাপত্তার জন্য এ বিষয়ে হোটেল কর্তৃপক্ষকে আরেকটু দায়িত্বশীল হতে হবে।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত