Ajker Patrika

ময়মনসিংহে নিরাপদ সড়কের দাবিতে অবরোধ, মহাসড়কেই পড়া হলো জানাজা

ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি
Thumbnail image

ময়মনসিংহের ত্রিশালে নিরাপদ সড়কের দাবিতে মহাসড়ক অবরোধ করেছেন এলাকাবাসী। আজ সোমবার সকালে তাঁরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের সাইনবোর্ড বাসস্ট্যান্ড এলাকা অবরোধ করেন। কয়েক ঘণ্টার অবরোধে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। মহাসড়কেই পড়া হয় সড়ক দুর্ঘটনায় নিহত তোফায়েল আকন্দের জানাজা নামাজ।

তোফায়েল আকন্দ গত ১ জুন ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের সাইনবোর্ড বাসস্ট্যান্ডে গাড়ির ধাক্কায় আহত হয়েছিলেন। গতকাল রোববার তিনি মারা যান।

এদিকে আজ ভোরেও একই এলাকায় ইমাম পরিবহনের একটি বাস ও পণ্যবাহী পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় পড়ে। এলাকাবাসী সকাল ৯টা থেকে সকাল ১১টা পর্যন্ত মহাসড়কে গাছের গুঁড়ি ফেলে ব্যারিকেড দিয়ে বিক্ষোভ ও মানববন্ধন করে। পরে মহাসড়কেই তোফায়েল আকন্দের জানাজা নামাজ পড়া হয়।

‘বাঁচার মতো বাঁচতে চাই, নিরাপদ সড়ক চাই’, ‘আমার ভাইয়ের রক্ত বৃথা যেতে দেব না’-সহ নানা স্লোগান দেয় এলাকাবাসী। বিক্ষোভে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীরাও উপস্থিত ছিল।

মানববন্ধনে উপস্থিত আরিফুল হক এরশাদ বলেন, ‘আজ এ মুহূর্তে মহাসড়ক থেকে এ অপরিকল্পিত পিছ ঢালাই সরিয়ে না নিলে আমরা লাগাতার মহাসড়ক অবরোধ কর্মসূচি দেব। এ অপরিকল্পিত পিছ ঢালাইয়ের কারণে গত চার মাস ধরে এখানে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে। মহাসড়কের এ স্থানে অপরিকল্পিত অতিরিক্ত পিছ ঢালাইয়ের কারণে দ্রুতগামী বাস-ট্রাক নিয়ন্ত্রণ রাখতে পারে না এবং একটু রোদ-বৃষ্টি হলেই এ স্থানটির পিছ গলে পিছলে হয়ে যায়। এখানে প্রতিনিয়তই দুর্ঘটনার শিকার হচ্ছে পথচারীসহ যানবাহন।’

ইমাম পরিবহনের একটি বাস ও পণ্যবাহী পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় পড়ে। ছবি: আজকের পত্রিকাসপ্তম শ্রেণির ছাত্র রুবেল মিয়া বলে, ‘এই জায়গায় প্রায় প্রতিনিয়ত সড়ক দুর্ঘটনা হয়। আমাদের বাবা-মা এই দুর্ঘটনার জন্য আতঙ্কিত থাকে। বৃষ্টি কিংবা তীব্র রোদে ঝুঁকির চিন্তা করে আমাদের স্কুলে আসতে দেয় না। এতে আমাদের পড়াশোনার অনেক ক্ষতি হচ্ছে।’

অবরোধের খবরে ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন ঘটনাস্থালে আসেন। তিনি অপরিকল্পিত পিছ ঢালাই আজকের মধ্যে সরিয়ে নেওয়া হবে এবং দুর্ঘটনা প্রবণ এলাকায় গতিরোধক স্থাপনের আশ্বাস দিলে অবরোধ তুলে নেয় এলাকাবাসী। এতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে প্রায় ১০ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়।

গাছের গুঁড়ি ফেলে মহাসড়ক অবরোধ করা হয়। ছবি: আজকের পত্রিকাকামাল হোসেন বলেন, দ্রুত মহাসড়কের এ স্থানে স্পিড ব্রেকার দেওয়া হবে।

এ বিষয়ে ময়মনসিংহ সড়ক বিভাগের উপসহকারী প্রকৌশলী আব্দুল হালিম আজকের পত্রিকাকে বলেন, ‘আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ মহাসড়কের এ অংশটি পরিদর্শন করে আপাতত তাৎক্ষণিক এখানে দুটি স্পিড ব্রেকার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এর কাজ অলরেডি শুরু হয়েছে। আশা করি এতে দুর্ঘটনার ঝুঁকি কমে যাবে। এরপরও আমাদের টেকনিক্যাল টিম যাচাই-বাছাই করে আর কী ব্যবস্থা নেওয়া যায় সে আলোকে ব্যবস্থা নেওয়া হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নারীদের খেলায় আর নাক গলাবে না, দেশ ও বিশ্ববাসীর কাছে ক্ষমা চাইল ভাঙচুরকারীরা

বিয়ে করলেন সারজিস আলম

অস্ট্রেলিয়ার বিপক্ষে লড়ছে শ্রীলঙ্কা, ভারত-ইংল্যান্ড ম্যাচ কোথায় দেখবেন

ইতালি নেওয়ার কথা বলে লিবিয়ায় ফরিদপুরের ২ জনকে গুলি করে হত্যা

সাবেক শিক্ষার্থীর প্রাইভেট কারে ধাক্কা, জাবিতে ১২ বাস আটকে ক্ষতিপূরণ আদায় ছাত্রদলের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত