ময়মনসিংহ প্রতিনিধি
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের দু-পাশের দুই লেনের প্রায় কয়েক কিলোমিটার জুড়ে বেশির ভাগ সময় বালু-পণ্যবোঝাই ট্রাক এবং কাভার্ডভ্যানের দখল থাকে। এ কারণে ওই সড়কে অধিকাংশ সময় যানজটের সৃষ্টি হয়। তবে ঈদে ওই যানবাহনগুলোর কোনো ব্যবস্থা না করা হলে ঈদে অতিরিক্ত পরিবহনগুলো মিলে আরও তীব্র যানজটের আশঙ্কা করছেন পরিবহন চালকেরা।
তবে যানজট নিরসনে ও ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে নানা উদ্যোগের কথা জানিয়েছেন কর্তৃপক্ষ।
গতকাল রোববার সরেজমিনে দেখা যায়, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের চুরখাই এলাকায় রাস্তার দু-পাশে শত শত বালুভর্তি ট্রাক দাঁড় করিয়ে রেখেছেন চালকেরা। এসব ট্রাক থেকে বালু নামিয়ে রাখা হয় মহাসড়কের পাশে। এতে করে রাস্তা সংকীর্ণ হওয়ায় সৃষ্টি হচ্ছে তীব্র যানজটের। চুরখাই ছাড়াও ত্রিশাল উপজেলার বইলর, ত্রিশাল বাসস্ট্যান্ড, ভালুকার পল্লিবিদ্যুৎ, স্কয়ার মাস্টারবাড়ি এলাকায় বালু, পণ্যবোঝাই ট্রাক এবং কাভার্ডভ্যানের দখলে থাকায় চালকেরা যানজটের আশঙ্কা করছেন।
শেরপুর থেকে ঢাকাগামী সারদা পরিবহনের চালক হজরত আলী বাবু জানান, শেরপুর থেকে ঢাকা যেতে বেশ কিছু স্থানে যানজট হয়। এগুলো নিয়ন্ত্রণ করতে পারলে ঈদে মানুষ স্বস্তিতে ঘরে ফিরতে পারবে। বিশেষ করে ময়মনসিংহ এলাকায় শম্ভুগঞ্জ, ঢাকা বাইপাস মোড়, চুরখাই, বইলর, ত্রিশাল এবং ভালুকার কিছু অংশে পণ্যবোঝাই ট্রাকসহ বিভিন্ন কোম্পানির কাভার্ডভ্যান মহাসড়কের দু-পাশে দাঁড়ানো থাকে। সেগুলো যানজটের অন্যতম কারণ।
সোনার বাংলা পরিবহনের চালক জহিরুল হক জানান, মহাসড়কে ইজিবাইক, মাহেন্দ্র চলাচল বন্ধ না হলে বরাবরের মতো এ বছরও যানজট হবে। এসব অবৈধ যানের পাশাপাশি মহাসড়কের দুপাশে বালুভর্তি ট্রাক যানজটের অন্যতম কারণ হবে। কারণ বালুভর্তি ট্রাকের কারণে প্রতিনিয়ত আমাদের যানজটের মধ্যে পড়তে হচ্ছে। এগুলো দেখার কেউ নেই। প্রায় সময় ঘটছে দুর্ঘটনাও।
ট্রাকচালক মো. রুকনুজ্জামান বলেন, ‘নেত্রকোনার দুর্গাপুর থেকে ঢাকার দিকে বালুভর্তি যেসব ট্রাক যায় সেগুলো চুরখাই এলাকায় দাঁড় করিয়ে অতিরিক্ত বালু আনলোড করা হয়। আমাদের স্ট্যান্ড না থাকায় আমরা দীর্ঘদিন ধরেই মহাসড়কের পাশাপাশি বালু ট্রাক দাঁড় করিয়ে রাখতে বাধ্য হচ্ছি। প্রশাসন বলেছে আমাদের একটি স্ট্যান্ড করে দেবে, তাহলে আর এ সমস্যা হবে না।’
ট্রাকের অপর এক চালক আক্কাছ আলী বলেন, ‘চুরখাইসহ মহাসড়কের বিভিন্ন স্থানে সাত থেকে আটশো বালুভর্তি ট্রাক দাড় করিয়ে অতিরিক্ত বালু নামানো হয়। এতে কিছুটা যানজট হয়। তবে আমরা অনেকটা বাধ্য হয়েই মহাসড়কের পাশে ট্রাক দাড় করাই। অনেক সময় প্রশাসন থেকে অভিযান করলেও আমরা নিরুপায়।’
ময়মনসিংহ সড়ক ও জনপথ বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী খলিলুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে রাস্তা মেরামতের পাশাপাশি আমাদের পক্ষ থেকে নানা উদ্যোগ নেওয়া হয়েছে। রাস্তার পাশে কোনোভাবেই যেন বড় গাড়িগুলো দাঁড়াতে না পারে, সে বিষয়েও তদারকি থাকবে। সার্বক্ষণিক আমাদের মনিটরিং টিম কাজ করবে।’
যানজট নিরসনে ঈদের তিন দিন আগ থেকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সকল ধরনের বালু ও পণ্যবোঝাই ট্রাক বন্ধে হুঁশিয়ারি দিয়ে জেলা পুলিশ সুপার মো. মাছুম আহাম্মদ ভূঞা বলেন, ‘যানজট নিরসনে আগামী ১৮ এপ্রিল থেকে ঈদের দিন রাত পর্যন্ত পুলিশের ৭৫০ জন সদস্য ২৪ ঘণ্টা মাঠে থাকবে। পণ্যবোঝাই ট্রাকসহ কোনো ধরনের গাড়ি মহাসড়কের পাশে পার্কিং করা যাবে না। কেউ আইনের ব্যত্যয় ঘটালে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের দু-পাশের দুই লেনের প্রায় কয়েক কিলোমিটার জুড়ে বেশির ভাগ সময় বালু-পণ্যবোঝাই ট্রাক এবং কাভার্ডভ্যানের দখল থাকে। এ কারণে ওই সড়কে অধিকাংশ সময় যানজটের সৃষ্টি হয়। তবে ঈদে ওই যানবাহনগুলোর কোনো ব্যবস্থা না করা হলে ঈদে অতিরিক্ত পরিবহনগুলো মিলে আরও তীব্র যানজটের আশঙ্কা করছেন পরিবহন চালকেরা।
তবে যানজট নিরসনে ও ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে নানা উদ্যোগের কথা জানিয়েছেন কর্তৃপক্ষ।
গতকাল রোববার সরেজমিনে দেখা যায়, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের চুরখাই এলাকায় রাস্তার দু-পাশে শত শত বালুভর্তি ট্রাক দাঁড় করিয়ে রেখেছেন চালকেরা। এসব ট্রাক থেকে বালু নামিয়ে রাখা হয় মহাসড়কের পাশে। এতে করে রাস্তা সংকীর্ণ হওয়ায় সৃষ্টি হচ্ছে তীব্র যানজটের। চুরখাই ছাড়াও ত্রিশাল উপজেলার বইলর, ত্রিশাল বাসস্ট্যান্ড, ভালুকার পল্লিবিদ্যুৎ, স্কয়ার মাস্টারবাড়ি এলাকায় বালু, পণ্যবোঝাই ট্রাক এবং কাভার্ডভ্যানের দখলে থাকায় চালকেরা যানজটের আশঙ্কা করছেন।
শেরপুর থেকে ঢাকাগামী সারদা পরিবহনের চালক হজরত আলী বাবু জানান, শেরপুর থেকে ঢাকা যেতে বেশ কিছু স্থানে যানজট হয়। এগুলো নিয়ন্ত্রণ করতে পারলে ঈদে মানুষ স্বস্তিতে ঘরে ফিরতে পারবে। বিশেষ করে ময়মনসিংহ এলাকায় শম্ভুগঞ্জ, ঢাকা বাইপাস মোড়, চুরখাই, বইলর, ত্রিশাল এবং ভালুকার কিছু অংশে পণ্যবোঝাই ট্রাকসহ বিভিন্ন কোম্পানির কাভার্ডভ্যান মহাসড়কের দু-পাশে দাঁড়ানো থাকে। সেগুলো যানজটের অন্যতম কারণ।
সোনার বাংলা পরিবহনের চালক জহিরুল হক জানান, মহাসড়কে ইজিবাইক, মাহেন্দ্র চলাচল বন্ধ না হলে বরাবরের মতো এ বছরও যানজট হবে। এসব অবৈধ যানের পাশাপাশি মহাসড়কের দুপাশে বালুভর্তি ট্রাক যানজটের অন্যতম কারণ হবে। কারণ বালুভর্তি ট্রাকের কারণে প্রতিনিয়ত আমাদের যানজটের মধ্যে পড়তে হচ্ছে। এগুলো দেখার কেউ নেই। প্রায় সময় ঘটছে দুর্ঘটনাও।
ট্রাকচালক মো. রুকনুজ্জামান বলেন, ‘নেত্রকোনার দুর্গাপুর থেকে ঢাকার দিকে বালুভর্তি যেসব ট্রাক যায় সেগুলো চুরখাই এলাকায় দাঁড় করিয়ে অতিরিক্ত বালু আনলোড করা হয়। আমাদের স্ট্যান্ড না থাকায় আমরা দীর্ঘদিন ধরেই মহাসড়কের পাশাপাশি বালু ট্রাক দাঁড় করিয়ে রাখতে বাধ্য হচ্ছি। প্রশাসন বলেছে আমাদের একটি স্ট্যান্ড করে দেবে, তাহলে আর এ সমস্যা হবে না।’
ট্রাকের অপর এক চালক আক্কাছ আলী বলেন, ‘চুরখাইসহ মহাসড়কের বিভিন্ন স্থানে সাত থেকে আটশো বালুভর্তি ট্রাক দাড় করিয়ে অতিরিক্ত বালু নামানো হয়। এতে কিছুটা যানজট হয়। তবে আমরা অনেকটা বাধ্য হয়েই মহাসড়কের পাশে ট্রাক দাড় করাই। অনেক সময় প্রশাসন থেকে অভিযান করলেও আমরা নিরুপায়।’
ময়মনসিংহ সড়ক ও জনপথ বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী খলিলুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে রাস্তা মেরামতের পাশাপাশি আমাদের পক্ষ থেকে নানা উদ্যোগ নেওয়া হয়েছে। রাস্তার পাশে কোনোভাবেই যেন বড় গাড়িগুলো দাঁড়াতে না পারে, সে বিষয়েও তদারকি থাকবে। সার্বক্ষণিক আমাদের মনিটরিং টিম কাজ করবে।’
যানজট নিরসনে ঈদের তিন দিন আগ থেকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সকল ধরনের বালু ও পণ্যবোঝাই ট্রাক বন্ধে হুঁশিয়ারি দিয়ে জেলা পুলিশ সুপার মো. মাছুম আহাম্মদ ভূঞা বলেন, ‘যানজট নিরসনে আগামী ১৮ এপ্রিল থেকে ঈদের দিন রাত পর্যন্ত পুলিশের ৭৫০ জন সদস্য ২৪ ঘণ্টা মাঠে থাকবে। পণ্যবোঝাই ট্রাকসহ কোনো ধরনের গাড়ি মহাসড়কের পাশে পার্কিং করা যাবে না। কেউ আইনের ব্যত্যয় ঘটালে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
গাজীপুরের টঙ্গীতে ঢাকনাবিহীন ম্যানহোলে পড়ে মারা যাওয়া ফারিয়া তাসনিম জ্যোতির (৩২) দাফন সম্পন্ন হয়েছে। তিনি চুয়াডাঙ্গা শহরের বাগানপাড়া এলাকার বাসিন্দা ও পৌরসভার সাবেক ওয়ার্ড কমিশনার মৃত বাবলুর মেয়ে। গতকাল মঙ্গলবার রাত ৯টার দিকে চুয়াডাঙ্গা শহরে জ্যোতির মরদেহ নিয়ে পৌঁছান স্বজনেরা। এ সময় স্বজনদের...
৩২ মিনিট আগেচাঁদাবাজি, দখলদারি, ভয়ভীতি প্রদর্শনসহ নানা অপরাধ কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলা বিএনপির তিন নেতাকে প্রাথমিক সদস্য পদসহ সব ধরনের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে বিএনপির বেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে। বিজ্ঞপ্তিতে...
৪০ মিনিট আগেময়মনসিংহের ত্রিশালে সাবেক সংসদ সদস্য রুহুল আমীন মাদানীর নামে প্রতিষ্ঠিত একটি মসজিদের উন্নয়নে দুই অর্থবছরে তিনটি প্রকল্পের আওতায় প্রায় কোটি টাকা বরাদ্দ নেওয়া হয়েছে। কিন্তু এখন পর্যন্ত কোনো প্রকল্পের কাজই পূর্ণতা পায়নি। একটির কাজ করাই হয়নি, অন্যটির কাজ আংশিক হয়ে থেমে আছে, আরেকটিতে কেবল নামফলক বসিয়েই..
১ ঘণ্টা আগেবগুড়ার শেরপুর পৌরসভায় গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ (টিআর) কর্মসূচির আওতায় বরাদ্দ পাওয়া সাতটি প্রকল্পের কাজের মেয়াদ শেষ হলেও এখন পর্যন্ত দৃশ্যমান হয়নি অধিকাংশ প্রকল্পের কাজ। যদিও দাপ্তরিক নথিতে সব প্রকল্পই ‘প্রায় সম্পন্ন’ হিসেবে দেখানো হয়েছে, তবে মাঠপর্যায়ে বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন।
৩ ঘণ্টা আগে