Ajker Patrika

আপনারাই বলতে পারবেন রণাঙ্গনে কে আহত হয়েছেন কে হননি: বীর মুক্তিযোদ্ধাদের উদ্দেশে মন্ত্রী

ফুলবাড়িয়া (ময়মনসিংহ) প্রতিনিধি 
আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২২, ১১: ০৭
আপনারাই বলতে পারবেন রণাঙ্গনে কে আহত হয়েছেন কে হননি: বীর মুক্তিযোদ্ধাদের উদ্দেশে মন্ত্রী

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আ ক ম মোজাম্মেল হক বলেছেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে সরেজমিনে আমরা আজকে আপনাদের (বীর মুক্তিযোদ্ধা) সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে এসেছি। আপনাদের মতামতের পরিপ্রেক্ষিতেই সিদ্ধান্ত নেব।’ 

আজ সোমবার উপজেলা পরিষদ মিলনায়তনে ‘ডি’ শ্রেণিভুক্ত বীর মুক্তিযোদ্ধাদের তথ্যাদি যাচাই-বাছাই অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি। 

বীর মুক্তিযোদ্ধাদের উদ্দেশে মন্ত্রী বলেন, ‘আপনারা যুদ্ধ করেছেন, আপনারাই বলতে পারবেন, আপনাদের রণাঙ্গনের সঙ্গী কে আহত হয়েছেন, কে আহত হননি। আমাদের জানার কথা না।’ 

মন্ত্রী মোজাম্মেল হক আরও বলেন, ‘অনেক আবেদন জমা হয়েছে যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাদের। অনেকে আবার অভিযোগ করেছেন, অনেক বীর মুক্তিযোদ্ধা যুদ্ধ করেছেন, কিন্তু আহত হননি। তাঁরা যুদ্ধাহত ভাতা পান। এগুলো আমরা আমলে নিইনি। সত্য হতে পারে, আবার মিথ্যাও হতে পারে। যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাদের ফাইনাল গেজেট হয়নি। এরই পরিপ্রেক্ষিতে সরেজমিনে আমরা এসেছি। ময়মনসিংহ জেলায় বীর মুক্তিযোদ্ধাদের আগামী মাসের ১৬ তারিখ ডিজিটাল কার্ড ও সনদ দেওয়া হবে।’ 

এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহা. নাহিদুল করিম। এ সময় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মো. মোসলেম উদ্দিন এমপি, মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক এস এম মাহাবুবুর রহমান, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল মালেক সরকার, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আব্দুর রাজ্জাক। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বীর্যে বিরল অ্যালার্জি, নারীর বন্ধ্যত্ব নিয়ে চিকিৎসকদের নতুন সতর্কতা

কক্সবাজারে যাওয়ার পথে ২৩ মামলার আসামিকে কুপিয়ে হত্যা

আওয়ামী লীগ নেতাকে ধরতে গিয়ে ছেলের বঁটির আঘাতে এসআই আহত, আটক ২

নিহত ১১, আহত ৫০, ভারতের সেই মাঠ থেকে সরে যেতে পারে বিশ্বকাপ

এক টন কয়লাও ইসরায়েলে যাবে না, নির্দেশ কলম্বিয়ার প্রেসিডেন্টের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত