নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ থেকে
ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএমে) যাঁর ভোট কেবল তিনিই দিতে পারবেন। অন্য কেউ তাঁর হয়ে ভোট দিতে পারবেন না। এ ছাড়া, নগরবাসী ইভিএমে ভোট দিয়ে অভ্যস্ত। ময়মনসিংহ সিটি করপোরেশন (মসিক) নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা ও ময়মনসিংহের সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মো. সফিকুল ইসলাম জানিয়েছেন, তাঁরা প্রার্থীদের এসব বিষয় বুঝিয়েছেন।
সফিকুল ইসলাম বলেন, ‘আপনারা জানেন, ময়মনসিংহ সিটি করপোরেশনের (মসিক) প্রথম নির্বাচন ইভিএমে হয়েছিল। নগরবাসী ইভিএমে ভোট দিয়ে অভ্যস্ত। নির্বাচন কমিশনের নির্দেশনায় আমরা প্রতিটি স্পটে ইভিএম প্রদর্শন করেছি। সবাইকে সচেতন করেছি।’
এই নির্বাচন কর্মকর্তা বলেন, ‘এখানে যে ইভিএম মেশিন আছে, তা একদম ফ্রেশ। আশা করি, কোনো সমস্যা নেই। যদি সমস্যা হয়, তাহলে তাৎক্ষণিকভাবে ইভিএম মেশিন রিপ্লেস করে দেব। আমরা প্রত্যেক প্রার্থীকে দেখিয়েছি যে, এক জায়গার ভোট আরেক জায়গায় যাবে না। আশা করছি, আগামীকাল ১২৮ কেন্দ্রে ভোটার উৎসাহে, নিরাপত্তার সঙ্গে ভোট দিতে পারবে।’
ময়মনসিংহ আঞ্চলিক নির্বাচন কমিশন অফিস থেকে জানা গেছে, নগরীর ৩৩ ওয়ার্ডের ১২৮টি ভোট কেন্দ্রের ৯৯০ বুথে ভোট গ্রহণ হবে। এ জন্য দেড় হাজার ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) প্রস্তুত রাখা হয়েছে।
ময়মনসিংহ আঞ্চলিক নির্বাচন অফিসের আঞ্চলিক কর্মকর্তা মোহাম্মদ বেলায়েত হোসেন চৌধুরী আজকের পত্রিকাকে বলেন, ‘নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে আয়োজনের লক্ষ্যে প্রতিটি কেন্দ্রে যথাযথ নিরাপত্তার ব্যবস্থা থাকবে।’
মোহাম্মদ বেলায়েত হোসেন বলেন, ‘এ জন্য স্ট্রাইকিং ফোর্সের পাশাপাশি ৭ প্লাটুন বিজিবি, ১১ প্লাটুন পুলিশ, আর্মড পুলিশ ও আনসার সদস্য, ১৭ টিম র্যাব ছাড়াও ৩৩ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং ১১ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন। প্রতিটি ভোটকেন্দ্রে ৪ জন পুলিশ ও ১২ জন আনসার সদস্য দায়িত্ব পালন করবেন এবং গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলোতে ৫ জন পুলিশ ও ১২ জন আনসার সদস্য দায়িত্ব পালন করবেন।’
ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএমে) যাঁর ভোট কেবল তিনিই দিতে পারবেন। অন্য কেউ তাঁর হয়ে ভোট দিতে পারবেন না। এ ছাড়া, নগরবাসী ইভিএমে ভোট দিয়ে অভ্যস্ত। ময়মনসিংহ সিটি করপোরেশন (মসিক) নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা ও ময়মনসিংহের সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মো. সফিকুল ইসলাম জানিয়েছেন, তাঁরা প্রার্থীদের এসব বিষয় বুঝিয়েছেন।
সফিকুল ইসলাম বলেন, ‘আপনারা জানেন, ময়মনসিংহ সিটি করপোরেশনের (মসিক) প্রথম নির্বাচন ইভিএমে হয়েছিল। নগরবাসী ইভিএমে ভোট দিয়ে অভ্যস্ত। নির্বাচন কমিশনের নির্দেশনায় আমরা প্রতিটি স্পটে ইভিএম প্রদর্শন করেছি। সবাইকে সচেতন করেছি।’
এই নির্বাচন কর্মকর্তা বলেন, ‘এখানে যে ইভিএম মেশিন আছে, তা একদম ফ্রেশ। আশা করি, কোনো সমস্যা নেই। যদি সমস্যা হয়, তাহলে তাৎক্ষণিকভাবে ইভিএম মেশিন রিপ্লেস করে দেব। আমরা প্রত্যেক প্রার্থীকে দেখিয়েছি যে, এক জায়গার ভোট আরেক জায়গায় যাবে না। আশা করছি, আগামীকাল ১২৮ কেন্দ্রে ভোটার উৎসাহে, নিরাপত্তার সঙ্গে ভোট দিতে পারবে।’
ময়মনসিংহ আঞ্চলিক নির্বাচন কমিশন অফিস থেকে জানা গেছে, নগরীর ৩৩ ওয়ার্ডের ১২৮টি ভোট কেন্দ্রের ৯৯০ বুথে ভোট গ্রহণ হবে। এ জন্য দেড় হাজার ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) প্রস্তুত রাখা হয়েছে।
ময়মনসিংহ আঞ্চলিক নির্বাচন অফিসের আঞ্চলিক কর্মকর্তা মোহাম্মদ বেলায়েত হোসেন চৌধুরী আজকের পত্রিকাকে বলেন, ‘নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে আয়োজনের লক্ষ্যে প্রতিটি কেন্দ্রে যথাযথ নিরাপত্তার ব্যবস্থা থাকবে।’
মোহাম্মদ বেলায়েত হোসেন বলেন, ‘এ জন্য স্ট্রাইকিং ফোর্সের পাশাপাশি ৭ প্লাটুন বিজিবি, ১১ প্লাটুন পুলিশ, আর্মড পুলিশ ও আনসার সদস্য, ১৭ টিম র্যাব ছাড়াও ৩৩ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং ১১ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন। প্রতিটি ভোটকেন্দ্রে ৪ জন পুলিশ ও ১২ জন আনসার সদস্য দায়িত্ব পালন করবেন এবং গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলোতে ৫ জন পুলিশ ও ১২ জন আনসার সদস্য দায়িত্ব পালন করবেন।’
মেহেরপুরের গাংনীতে পরিত্যাক্ত অবস্থায় দেশীয় প্রযুক্তিতে তৈরী একটি অবৈধ সচল ওয়ান শুটার গান (আগ্নেয়াস্ত্র) উদ্ধার করেছে র্যাব-১২, সিপিসি-৩ মেহেরপুর। গতকাল বুধবার রাতে উপজেলার হিজলবাড়ী বটতলার মাঠ নামক স্থানে অভিযান চালিয়ে ওয়ান শুটার গানটি উদ্ধার করা হয়।
৪ মিনিট আগেমুন্সিগঞ্জের সিরাজদিখানে একটি মাদরাসায় গরু জবাই করে মাংস কাটার সময় বিদ্যুতায়িত হয়ে আসাদুজ্জামান ইশতিয়াক (১৫) নামের এক মাদরাসা ছাত্রের মৃত্যু হয়েছে। গতকাল বুধবার দিনগত রাত সাড়ে ১১টার দিকে এই দুর্ঘটনা ঘটে। ইশতিয়াক মাদরাসার হেফজ বিভাগের ছাত্র ছিল।
১ ঘণ্টা আগেপ্রতিদিন ভোরে ঘুম থেকে উঠেই ছিদ্দিক ছুটে যান খেয়াঘাটে। পদ্মার পানি, স্রোত এবং বাতাসের গতিবিধি দেখেই তিনি দিনের কাজের হিসাব কষেন। কখনো শান্ত নদী তাকে স্বস্তি দেয়, আবার কখনো উত্তাল ঢেউ নিয়ে আসে দুশ্চিন্তা। যখন পদ্মায় পানি থাকে না, তখন সংসার চালাতে তাকে দিনমজুরের কাজ করতে হয়।
২ ঘণ্টা আগেবাগেরহাটের চারটি আসন পুনর্বহালের দাবিতে দ্বিতীয় দিনের মতো চলছে হরতাল। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকালে সড়কে আগুন জ্বালিয়ে, বেঞ্চ পেতে, গাছের গুড়ি ফেলে অবরোধ করেছেন হরতাল সমর্থনকারীরা। সর্বদলীয় সম্মিলিত কমিটির দাবি, জেলার বিভিন্ন সড়কের অন্তত ১৩৪টি স্থানে স্বতঃস্ফূর্তভাবে অবস্থান নিয়েছেন...
২ ঘণ্টা আগে