Ajker Patrika

সুপারিগাছ নিয়ে দ্বন্দ্বে প্রাণ গেল কিশোরের

প্রতিনিধি, ময়মনসিংহ সদর
আপডেট : ১৬ জুলাই ২০২১, ১২: ৫১
সুপারিগাছ নিয়ে দ্বন্দ্বে প্রাণ গেল কিশোরের

ময়মনসিংহের সদর উপজেলায় সুপারিগাছ নিয়ে দ্বন্দ্বে শহিদুল্লাহ মিয়া (১৭) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। জিজ্ঞাসাবাদের জন্য নাছিমা বেগম নামের একজনকে আটক করেছে পুলিশ। 

শহিদুল্লাহ মিয়া সদর উপজেলার ৬ নম্বর চর ঈশ্বরদিয়ার চর লক্ষ্মীপুর পশ্চিমপাড়া গ্রামের জাকারিয়ার ছেলে। সে এসএসসি পরীক্ষার্থী ছিল।

এর আগে গত সোমবার রাত সাড়ে ৯টার দিকে সদর উপজেলার ৬ নম্বর চর ঈশ্বরদিয়ার লক্ষ্মীপুর পশ্চিমপাড়া গ্রামে সুপারিগাছ নিয়ে মারামারির ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিনের জমি নিয়ে বিরোধের জেরে এই মৃত্যুর ঘটনা ঘটেছে। ঘটনার দিন একটি মরা সুপারিগাছ কাটাকে কেন্দ্র করে শহিদুল্লাহকে ডেকে নিয়ে পিটিয়ে গুরুতর আহত করেন ফজলুল হক, আলাল উদ্দিনসহ তাঁর ভাইয়েরা। শহিদুল্লাহর ডাকে স্বজনেরা এগিয়ে এলে ফজলুল হক, আলাল উদ্দিনরা চলে যান।

গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে শহিদুল্লাহকে প্রথমে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকালে শহিদুল্লাহ মারা যায়।

ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ওসি ফিরোজ তালুকাদার বলেন, এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নাছিমা নামের এক নারীকে আটক করা হয়েছে। এ ঘটনায় একটি মামলা হয়েছে বলেও জানান তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ইউটিউবে ১০০০ ভিউতে আয় কত

বাকৃবির ৫৭ শিক্ষকসহ ১৫৪ জনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা

বাংলাদেশে ফেরত পাঠাতে পারে সরকার, ভয়ে কলকাতায় দিলীপ কুমারের আত্মহত্যা

স্ত্রী রাজি নন, সাবেক সেনাপ্রধান হারুনের মরদেহের ময়নাতদন্ত হবে না: পুলিশ

সাবেক সেনাপ্রধান হারুন ছিলেন চট্টগ্রাম ক্লাবের গেস্ট হাউসে, দরজা ভেঙে বিছানায় মিলল তাঁর লাশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত