গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি।
ময়মনসিংহের গৌরীপুর পৌর শহরের পূর্বদাপুনিয়া মহল্লায় পরকীয়ার জেরে পাওয়ার টিলারচালক জামাল মিয়াকে (৩৫) লোহার রড দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গতকাল শুক্রবার দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় যে নারীর সঙ্গে জামাল মিয়ার সম্পর্ক আছে বলে ধারণা করা হয়, তাঁর স্বামী শরীফ (৩৮), ছেলে সজীব (১৯) ও সজীবের বন্ধু মামুনকে (১৯) আটক করেছে গৌরীপুর থানার পুলিশ।
জামাল মিয়া পৌর শহরের কলাবাগান এলাকার আব্দুল জলিলের ছেলে।
গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান আজকের পত্রিকাকে বলেন, প্রাথমিকভাবে জানা গেছে, পরকীয়ার জেরে জামালকে খুন করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত শরীফ, তাঁর ছেলে সজীব ও সজীবের বন্ধু মামুনকে আটক করা হয়েছে। শরীফের ঘর থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত লোহার রড ও রক্তাক্ত বিছানার চাদর জব্দ করা হয়েছে।
ঘটনার প্রত্যক্ষদর্শী ও শরীফের প্রতিবেশী সুমন মিয়া জানান, রাতে মাছ শিকার করে তিনি বাড়ি ফিরছিলেন। এ সময় শরীফের ঘরে ধস্তাধস্তির আওয়াজ পান। ঘরের সামনে গিয়ে ডাকাডাকি করলে কেউ কথা বলেনি, বরং বাইরের বৈদ্যুতিক বাল্বটি ঘরের ভেতর থেকে বন্ধ করে দেয়। সন্দেহ হওয়ায় তিনি পাশের সড়কে অপেক্ষা করতে থাকেন। কিছুক্ষণ পর শরীফ, সজীব ও মামুন জামাল মিয়াকে ঘরের ভেতর থেকে বের করে বাইরে ফেলে দেন। জামাল রক্তাক্ত অবস্থায় সড়কে উঠে আসেন। তিনিসহ লোকজন জামালকে তাঁর বাসার সামনে নিয়ে যান। পরে গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। সেখানেই মারা যান জামাল।
গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক মৌপিয়া মজুমদার আজকের পত্রিকাকে বলেন, জামালের মাথা ও মুখে শক্ত কিছুর একাধিক আঘাতের চিহ্ন ছিল। তাঁর মাথার খুলি, চোয়াল, নাক ও দাঁত ভেঙে গিয়েছিল। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়।
গৌরীপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জিয়াউর রহমান জিয়া বলেন, জামাল এবং ওই নারীর মধ্যে দীর্ঘদিন পরকীয়ার সম্পর্ক চলছে। এ নিয়ে এলাকায় একাধিকবার সালিস-দরবার হয়েছে, কিন্তু তাঁদের থামানো যায়নি।
নিহত জামালের প্রতিবেশী কলাবাগান মহল্লার শাকিরুল জাকারিয়া বলেন, রাত আনুমানিক ৩টায় রক্তাক্ত অবস্থায় জামালকে লোকজন বাসার সামনে নিয়ে যায়। হাসপাতালে নিয়ে যাওয়ার পথে জামাল তাঁদের জানিয়েছেন, শরীফের কাছে তিনি টাকা পেতেন। এ নিয়ে কথা বলতে রাত ২টায় শরীফের স্ত্রী তাঁকে ফোন করে ডেকে নিয়ে যান। সেখানে শরীফ, মামুন ও সজীব তাঁকে মারধর করেছেন।
ময়মনসিংহের গৌরীপুর পৌর শহরের পূর্বদাপুনিয়া মহল্লায় পরকীয়ার জেরে পাওয়ার টিলারচালক জামাল মিয়াকে (৩৫) লোহার রড দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গতকাল শুক্রবার দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় যে নারীর সঙ্গে জামাল মিয়ার সম্পর্ক আছে বলে ধারণা করা হয়, তাঁর স্বামী শরীফ (৩৮), ছেলে সজীব (১৯) ও সজীবের বন্ধু মামুনকে (১৯) আটক করেছে গৌরীপুর থানার পুলিশ।
জামাল মিয়া পৌর শহরের কলাবাগান এলাকার আব্দুল জলিলের ছেলে।
গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান আজকের পত্রিকাকে বলেন, প্রাথমিকভাবে জানা গেছে, পরকীয়ার জেরে জামালকে খুন করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত শরীফ, তাঁর ছেলে সজীব ও সজীবের বন্ধু মামুনকে আটক করা হয়েছে। শরীফের ঘর থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত লোহার রড ও রক্তাক্ত বিছানার চাদর জব্দ করা হয়েছে।
ঘটনার প্রত্যক্ষদর্শী ও শরীফের প্রতিবেশী সুমন মিয়া জানান, রাতে মাছ শিকার করে তিনি বাড়ি ফিরছিলেন। এ সময় শরীফের ঘরে ধস্তাধস্তির আওয়াজ পান। ঘরের সামনে গিয়ে ডাকাডাকি করলে কেউ কথা বলেনি, বরং বাইরের বৈদ্যুতিক বাল্বটি ঘরের ভেতর থেকে বন্ধ করে দেয়। সন্দেহ হওয়ায় তিনি পাশের সড়কে অপেক্ষা করতে থাকেন। কিছুক্ষণ পর শরীফ, সজীব ও মামুন জামাল মিয়াকে ঘরের ভেতর থেকে বের করে বাইরে ফেলে দেন। জামাল রক্তাক্ত অবস্থায় সড়কে উঠে আসেন। তিনিসহ লোকজন জামালকে তাঁর বাসার সামনে নিয়ে যান। পরে গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। সেখানেই মারা যান জামাল।
গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক মৌপিয়া মজুমদার আজকের পত্রিকাকে বলেন, জামালের মাথা ও মুখে শক্ত কিছুর একাধিক আঘাতের চিহ্ন ছিল। তাঁর মাথার খুলি, চোয়াল, নাক ও দাঁত ভেঙে গিয়েছিল। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়।
গৌরীপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জিয়াউর রহমান জিয়া বলেন, জামাল এবং ওই নারীর মধ্যে দীর্ঘদিন পরকীয়ার সম্পর্ক চলছে। এ নিয়ে এলাকায় একাধিকবার সালিস-দরবার হয়েছে, কিন্তু তাঁদের থামানো যায়নি।
নিহত জামালের প্রতিবেশী কলাবাগান মহল্লার শাকিরুল জাকারিয়া বলেন, রাত আনুমানিক ৩টায় রক্তাক্ত অবস্থায় জামালকে লোকজন বাসার সামনে নিয়ে যায়। হাসপাতালে নিয়ে যাওয়ার পথে জামাল তাঁদের জানিয়েছেন, শরীফের কাছে তিনি টাকা পেতেন। এ নিয়ে কথা বলতে রাত ২টায় শরীফের স্ত্রী তাঁকে ফোন করে ডেকে নিয়ে যান। সেখানে শরীফ, মামুন ও সজীব তাঁকে মারধর করেছেন।
মাদারীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে পাঁচজন আহত হয়েছেন। এ সময় বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে মাদারীপুর সদর উপজেলার রাস্তি ইউনিয়নের পূর্ব রাস্তি এলাকায় এই ঘটনা ঘটে।
৩৪ মিনিট আগেচট্টগ্রামের সীতাকুণ্ডে প্রধান শিক্ষক ছাড়াই দীর্ঘদিন ধরে চলছে ১১টি মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসা। প্রধান শিক্ষকবিহীন এসব শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালিত হচ্ছে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিয়ে। অভিযোগ রয়েছে, যেসব ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিয়ে প্রতিষ্ঠানগুলো পরিচালিত হচ্ছে, তাঁদের অনেকেরই প্রধান শিক্ষক হওয়ার যোগ
৭ ঘণ্টা আগেদুই দশক কিছুটা শান্ত থাকার পর কুড়িগ্রামের চিলমারী-রৌমারী-রাজিবপুর নৌপথে আবার ডাকাতের দৌরাত্ম্য বেড়েছে। এক মাসের ব্যবধানে দুবার ডাকাতির ঘটনা ঘটেছে। এ দুই ঘটনায় আইনগত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। প্রতিরোধেও কার্যকর উদ্যোগ নেই স্থানীয় প্রশাসনের। আবার ডাকাতি শুরু হওয়ায় ১৪ কিলোমিটার এই নৌপথের নৌযান, যাত্রী
৮ ঘণ্টা আগেরাত ১০টার দিকে ওই দুই যুবক মোটরসাইকেলে করে আড়ংঘাটা থানার লতার বাইপাস মোড় লিংক রোড থেকে বাইপাস মহাসড়ক পার হচ্ছিলেন। এ সময়ে আফিলগেট থেকে খুলনাগামী একটি বাস তাঁদের ধাক্কা দেয়।
৯ ঘণ্টা আগে