Ajker Patrika

গৌরীপুরে দুই পক্ষের সংঘর্ষে এক ব্যক্তি নিহত, বাড়িঘরে অগ্নিসংযোগ

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি
আপডেট : ০২ জুলাই ২০২৩, ১৩: ৫৬
গৌরীপুরে দুই পক্ষের সংঘর্ষে এক ব্যক্তি নিহত, বাড়িঘরে অগ্নিসংযোগ

ময়মনসিংহের গৌরীপুরে দুই পক্ষের সংঘর্ষে সাহেব আলী (৪৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল শনিবার উপজেলার অচিন্ত্যপুর ইউনিয়নের খলতবাড়ী গ্রামে এই হামলার ঘটনা ঘটে। পরে আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে রাতে তাঁর মৃত্যু হয়।

নিহত সাহেব আলী ওই গ্রামের মৃত ইসমাঈল হোসেনের ছেলে। তিনি পেশায় একজন বর্গাচাষি।

এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। তাঁরা হলেন রাজিব (২২), এবাদুর (২৩) ও সাহেদ আলী (৩৫)। তাঁরা আশঙ্কাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

এদিকে সাহেব আলীর মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে উত্তেজিত লোকজন গতকাল শনিবার গভীর রাতে অভিযুক্তদের বাড়িঘরে অগ্নিসংযোগ করে। এতে পাঁচ-ছয়টি বাড়িঘর পুড়ে গেছে।

এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা গেছে, উপজেলার খলতবাড়ী গ্রামের সাহেব আলী ও বাবুলদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। গতকাল শনিবার বিকেলে জমির পাশে মাটি ফেলাকে কেন্দ্র করে উভয় পক্ষ সংঘর্ষে জড়ায়। এ সময় বাবুলের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সাহেব আলীর লোকজনের ওপর হামলা চালায়। তাতে সাহেব আলী, রাজিব, এবাদুর ও সাহেদ আলী গুরুতর আহত হন।

এলাকাবাসী আহতদের উদ্ধার করে গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। অবস্থা গুরুতর হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাঁদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে অবস্থার অবনতি হলে ঢাকায় নিয়ে যাওয়ার পথে সাহেব আলীর মৃত্যু হয়।

নিহত সাহেব আলীর ভাতিজা আলম বলেন, ‘জমির পাশে মাটি ফেলাকে কেন্দ্র করে শনিবার বিকেলে তাঁর চাচা সাহেব আলী ও বাবুলের মধ্যে বাগ্‌বিতণ্ডা হয়। পরে বাবুল, সারোয়ার হোসেন, হাবিবুর রহমান, পারভেজ, হুমায়ুন কবির, শিমুল, শাকিলসহ অনেকে রামদা, কিরিচ, রড, দা, কুড়াল নিয়ে আমাদের ওপর হামলা চালায়।’

ঘটনার পর থেকে পলাতক থাকায় অভিযুক্ত ব্যক্তিদের বক্তব্য পাওয়া যায়নি।

এ বিষয়ে জানতে চাইলে গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান আজকের পত্রিকাকে বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থলে এখনো পুলিশ অবস্থান করছে। অভিযুক্তদের আটকের চেষ্টা চলছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কুয়েটে ক্লাস বর্জন নিয়ে শিক্ষক সমিতিতে মতবিরোধ, এক শিক্ষকের পদত্যাগ

এনবিআর বিলুপ্তির জেরে প্রায় অচল দেশের রাজস্ব কর্মকাণ্ড

দুটি নোবেলের গৌরব বোধ করতে পারে চবি: প্রধান উপদেষ্টা

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রশ্নে যে প্রতিক্রিয়া জানাল যুক্তরাষ্ট্র

২ ম্যাচ খেলেই মোস্তাফিজ কীভাবে ৬ কোটি রুপি পাবেন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত