ময়মনসিংহ প্রতিনিধি
অতিরিক্ত সেশন ফি ও ফরম পূরণের টাকা বেশি নেওয়ার অভিযোগে গত বুধবার ময়মনসিংহের গফরগাঁও সরকারি কলেজের শিক্ষকদের মারধর করেন কলেজ ছাত্রলীগের নেতা-কর্মীরা। এর প্রতিবাদে ময়মনসিংহের সরকারি কলেজের শিক্ষকেরা মানববন্ধন এবং বিক্ষোভ সমাবেশ করেছেন।
আজ রোববার বেলা ১১টা থেকে ঘণ্টাব্যাপী কর্মবিরতি ও মানববন্ধন কর্মসূচি পালন করে ময়মনসিংহ সরকারি আনন্দমোহন কলেজ। এ ছাড়া সরকারি মুমিনুন্নিছা মহিলা কলেজ, ময়মনসিংহ সরকারি কলেজ, পুরুষ ও মহিলা টিটি কলেজ ইউনিট পৃথকভাবে মানববন্ধন কর্মসূচি পালন করে।
এ সময় বক্তব্য দেন সরকারি আনন্দমোহন কলেজের অধ্যক্ষ ও ময়মনসিংহ বিসিএস সাধারণ শিক্ষা সমিতির সভাপতি অধ্যাপক মো. আমান উল্লাহ, সাধারণ সম্পাদক অধ্যাপক শাহ মো. মাইনুদ্দিন, উপাধ্যক্ষ নুরুল আফসার, যুগ্ম সাধারণ সম্পাদক তোয়ায়েল আহমেদ প্রমুখ।
মানববন্ধনে আনন্দমোহন কলেজের অধ্যক্ষ আমান উল্লাহ বলেন, ‘ময়মনসিংহের গফরগাঁওয়ে কলেজশিক্ষক লাঞ্ছনার মতো ঘটনা সারা দেশেই কোনো না কোনো জায়গায় ঘটছে। এতে শিক্ষার কর্মপরিবেশ নষ্ট হচ্ছে। সেটির তীব্র প্রতিবাদ জানাতে রাস্তায় দাঁড়িয়েছি। শিক্ষক-ছাত্রের সম্পর্ক হচ্ছে অত্যন্ত আন্তরিক। সেখানে যদি দুর্বৃত্ত এসে শিক্ষককে অপমানিত করে, লাঞ্ছিত করে, তাহলে সেখানে আর শিক্ষাদানের পরিবেশ থাকে না। এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। যে দুর্বৃত্তরা এ ঘটনা ঘটিয়েছে, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। আমরা আমাদের সহকর্মীদের পাশে আছি।’
অন্য শিক্ষকেরা বলেন, গত বুধবার ওই কলেজে সরকারি বিধি অনুযায়ী শিক্ষার্থীদের ফরম পূরণ ও সেশন ফি বাবদ ৫ হাজার ৬০০ টাকা নেওয়া হচ্ছিল। এটাকে বেশি নেওয়া হচ্ছে বলে কাল্পনিক অভিযোগ এনে কলেজের কয়েকজন শিক্ষককে মারধর ও গালিগালাজ করে ছাত্রলীগের নেতা-কর্মীরা। ঘটনার পর কলেজের অধ্যক্ষ অধ্যাপক কাজী ফারুক গফরগাঁও থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। সেটি তদন্ত করছে পুলিশ। আশা করছি দ্রুত অপরাধীদের আইনের আওতায় আনা হবে।
গফরগাঁও সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক কাজী ফারুক বলেন, গত বুধবার অনার্স ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফরম পূরণের টাকা কমানোর নামে কলেজ শাখা ছাত্রলীগের নেতা-কর্মী সীমান্ত, রিবান, মুরাদ, সাব্বির হোসেন রিয়াদ, তানভীরসহ বেশ কয়েকজন ক্যাম্পাসে ঢুকে ব্যাপক ভাঙচুর চালায়। কলেজের ক্যাশ শাখায় ঢুকে গুরুত্বপূর্ণ কাগজপত্র ছিনিয়ে নেয়। কলেজের ইসলামি শিক্ষা বিভাগের অধ্যাপক ও সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ ড. মুহাম্মদ ইমরান হোসাইন, পদার্থবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. আবু রেজোয়ান ও গণিত বিভাগের বিভাগীয় প্রধান মোহাম্মদ আকতার হোসেনকেও গালাগালি ও মারধর করে। পরীক্ষার হলে ঢুকে শিক্ষার্থীদেরও বের করে দেয়। এ ঘটনায় বিচারের দাবিতে ক্লাস-পরীক্ষা বর্জন রয়েছে।
অতিরিক্ত সেশন ফি ও ফরম পূরণের টাকা বেশি নেওয়ার অভিযোগে গত বুধবার ময়মনসিংহের গফরগাঁও সরকারি কলেজের শিক্ষকদের মারধর করেন কলেজ ছাত্রলীগের নেতা-কর্মীরা। এর প্রতিবাদে ময়মনসিংহের সরকারি কলেজের শিক্ষকেরা মানববন্ধন এবং বিক্ষোভ সমাবেশ করেছেন।
আজ রোববার বেলা ১১টা থেকে ঘণ্টাব্যাপী কর্মবিরতি ও মানববন্ধন কর্মসূচি পালন করে ময়মনসিংহ সরকারি আনন্দমোহন কলেজ। এ ছাড়া সরকারি মুমিনুন্নিছা মহিলা কলেজ, ময়মনসিংহ সরকারি কলেজ, পুরুষ ও মহিলা টিটি কলেজ ইউনিট পৃথকভাবে মানববন্ধন কর্মসূচি পালন করে।
এ সময় বক্তব্য দেন সরকারি আনন্দমোহন কলেজের অধ্যক্ষ ও ময়মনসিংহ বিসিএস সাধারণ শিক্ষা সমিতির সভাপতি অধ্যাপক মো. আমান উল্লাহ, সাধারণ সম্পাদক অধ্যাপক শাহ মো. মাইনুদ্দিন, উপাধ্যক্ষ নুরুল আফসার, যুগ্ম সাধারণ সম্পাদক তোয়ায়েল আহমেদ প্রমুখ।
মানববন্ধনে আনন্দমোহন কলেজের অধ্যক্ষ আমান উল্লাহ বলেন, ‘ময়মনসিংহের গফরগাঁওয়ে কলেজশিক্ষক লাঞ্ছনার মতো ঘটনা সারা দেশেই কোনো না কোনো জায়গায় ঘটছে। এতে শিক্ষার কর্মপরিবেশ নষ্ট হচ্ছে। সেটির তীব্র প্রতিবাদ জানাতে রাস্তায় দাঁড়িয়েছি। শিক্ষক-ছাত্রের সম্পর্ক হচ্ছে অত্যন্ত আন্তরিক। সেখানে যদি দুর্বৃত্ত এসে শিক্ষককে অপমানিত করে, লাঞ্ছিত করে, তাহলে সেখানে আর শিক্ষাদানের পরিবেশ থাকে না। এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। যে দুর্বৃত্তরা এ ঘটনা ঘটিয়েছে, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। আমরা আমাদের সহকর্মীদের পাশে আছি।’
অন্য শিক্ষকেরা বলেন, গত বুধবার ওই কলেজে সরকারি বিধি অনুযায়ী শিক্ষার্থীদের ফরম পূরণ ও সেশন ফি বাবদ ৫ হাজার ৬০০ টাকা নেওয়া হচ্ছিল। এটাকে বেশি নেওয়া হচ্ছে বলে কাল্পনিক অভিযোগ এনে কলেজের কয়েকজন শিক্ষককে মারধর ও গালিগালাজ করে ছাত্রলীগের নেতা-কর্মীরা। ঘটনার পর কলেজের অধ্যক্ষ অধ্যাপক কাজী ফারুক গফরগাঁও থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। সেটি তদন্ত করছে পুলিশ। আশা করছি দ্রুত অপরাধীদের আইনের আওতায় আনা হবে।
গফরগাঁও সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক কাজী ফারুক বলেন, গত বুধবার অনার্স ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফরম পূরণের টাকা কমানোর নামে কলেজ শাখা ছাত্রলীগের নেতা-কর্মী সীমান্ত, রিবান, মুরাদ, সাব্বির হোসেন রিয়াদ, তানভীরসহ বেশ কয়েকজন ক্যাম্পাসে ঢুকে ব্যাপক ভাঙচুর চালায়। কলেজের ক্যাশ শাখায় ঢুকে গুরুত্বপূর্ণ কাগজপত্র ছিনিয়ে নেয়। কলেজের ইসলামি শিক্ষা বিভাগের অধ্যাপক ও সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ ড. মুহাম্মদ ইমরান হোসাইন, পদার্থবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. আবু রেজোয়ান ও গণিত বিভাগের বিভাগীয় প্রধান মোহাম্মদ আকতার হোসেনকেও গালাগালি ও মারধর করে। পরীক্ষার হলে ঢুকে শিক্ষার্থীদেরও বের করে দেয়। এ ঘটনায় বিচারের দাবিতে ক্লাস-পরীক্ষা বর্জন রয়েছে।
নাসির উদ্দিন বলেন, ‘আজ কাজী আমজাদ সাইদ (২০) ও সবুজা বেগম (৪০) নামের দুজনকে ছাড়পত্র দেওয়া হয়েছে। আমজাদ ঘটনার সময় উদ্ধার করতে গিয়ে আহত হয়েছিলেন। আর সবুজা বেগম স্কুলে আয়ার কাজ করতেন। গতকাল আয়ান খান (১২) ও রাফসি (১২) নামের দুই শিক্ষার্থীকে ছাড়পত্র দেওয়া হয়েছিল।’
২ মিনিট আগেসিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে পিয়াইন নদ থেকে মুকিত আহমদ (১৮) নাম এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। আজ রোববার (২৭ জুলাই) সকালে জাফলংয়ের বল্লাঘাট এলাকা থেকে তাঁর লাশ উদ্ধার করে পুলিশ। গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার মো. তোফায়েল আহমদ এ তথ্য নিশ্চিত করে।
৯ মিনিট আগেসান্তাহার রেলওয়ে থানার পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আজ রোববার বেলা দেড়টার দিকে লালমনিরহাট থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তনগর লালমনি এক্সপ্রেস ট্রেনটি সান্তাহার জংশন স্টেশনে প্রবেশ করছিল। সেই মুহূর্তে মোটরসাইকেল আরোহী নাসিম মাহমুদ জয় রেলক্রসিং দিয়ে দ্রুত পার হতে গেলে ওই ট্রেনের ইঞ্জিনের সঙ্গে
১০ মিনিট আগেচাঁদপুরের মতলব উত্তরে কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্যে অতিষ্ঠ হয়ে পড়েছে এলাকাবাসী। দিনরাত এসব কিশোর ধারালো অস্ত্র নিয়ে দলবেঁধে বেপরোয়াভাবে রাস্তাঘাটে ঘোরাফেরা করে। মারামারি, মেয়েদের উত্ত্যক্ত, মাদকসেবন, চাঁদাবাজিসহ নানা অপকর্ম করে বেড়াচ্ছে তারা। এ পরিস্থিতিতে অভিভাবকেরা উদ্বিগ্ন এবং এলাকাবাসী আতঙ্কিত।
১২ মিনিট আগে