ময়মনসিংহ প্রতিনিধি
ময়মনসিংহে বিএনপির গণ-অবস্থান চলাকালে আওয়ামী লীগের নেতা-কর্মীদের সঙ্গে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে।
আজ বুধবার দুপুরে নগরীর হরি কিশোর রায় রোডে বিএনপির কর্মসূচির মঞ্চের ২০০ গজ দূরে এ ঘটনা ঘটে। এ সময় বিস্ফোরণের শব্দও শোনা যায়।
বিএনপির কেন্দ্রীয় (ভারপ্রাপ্ত) দপ্তর সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন, ‘আজ বেলা ১১টার দিকে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নগরীর হরি কিশোর রায় রোড এলাকায় কয়েক হাজার নেতা-কর্মীকে নিয়ে গণ-অবস্থান কর্মসূচি শুরু করি। এ সময় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা দা ও লাঠি নিয়ে হামলা করে কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটায়। পরে বিএনপির নেতা-কর্মীরা প্রতিহত করলে হামলাকারীরা পিছু হটে।
এর আগে নগরীর যুবলীঘাট এলাকায় গফরগাঁও থেকে আসা নেতা-কর্মীদের বাসে আওয়ামী লীগের নেতা-কর্মীরা হামলা চালান বলেও তিনি অভিযোগ করেন।
তবে হামলার অভিযোগ অস্বীকার করে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল আজকের পত্রিকাকে বলেন, ‘আমাদের কোনো নেতা-কর্মী হামলার সঙ্গে জড়িত না। তারা (বিএনপি) নিজেরাই এসব করে আমাদের ওপর দায় চাপাতে চাইছে।’
বাবুল আরও বলেন, ‘কোনো পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে কি না, তা আমার জানা নেই। তা ছাড়া আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের নিয়ে আমাদের দলীয় কার্যালয়ে আলোচনা করছি।’
এ বিষয়ে ময়মনসিংহ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহিনুল ইসলাম বলেন, ‘আমি সকাল থেকেই বিএনপির গণ-অবস্থান কর্মসূচি এলাকায় আছি। এমন কোনো ঘটনা ঘটেছে বলে আমার জানা নেই। তবে, বিষয়টি খোঁজ নিয়ে দেখছি।’
ময়মনসিংহে বিএনপির গণ-অবস্থান চলাকালে আওয়ামী লীগের নেতা-কর্মীদের সঙ্গে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে।
আজ বুধবার দুপুরে নগরীর হরি কিশোর রায় রোডে বিএনপির কর্মসূচির মঞ্চের ২০০ গজ দূরে এ ঘটনা ঘটে। এ সময় বিস্ফোরণের শব্দও শোনা যায়।
বিএনপির কেন্দ্রীয় (ভারপ্রাপ্ত) দপ্তর সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন, ‘আজ বেলা ১১টার দিকে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নগরীর হরি কিশোর রায় রোড এলাকায় কয়েক হাজার নেতা-কর্মীকে নিয়ে গণ-অবস্থান কর্মসূচি শুরু করি। এ সময় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা দা ও লাঠি নিয়ে হামলা করে কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটায়। পরে বিএনপির নেতা-কর্মীরা প্রতিহত করলে হামলাকারীরা পিছু হটে।
এর আগে নগরীর যুবলীঘাট এলাকায় গফরগাঁও থেকে আসা নেতা-কর্মীদের বাসে আওয়ামী লীগের নেতা-কর্মীরা হামলা চালান বলেও তিনি অভিযোগ করেন।
তবে হামলার অভিযোগ অস্বীকার করে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল আজকের পত্রিকাকে বলেন, ‘আমাদের কোনো নেতা-কর্মী হামলার সঙ্গে জড়িত না। তারা (বিএনপি) নিজেরাই এসব করে আমাদের ওপর দায় চাপাতে চাইছে।’
বাবুল আরও বলেন, ‘কোনো পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে কি না, তা আমার জানা নেই। তা ছাড়া আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের নিয়ে আমাদের দলীয় কার্যালয়ে আলোচনা করছি।’
এ বিষয়ে ময়মনসিংহ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহিনুল ইসলাম বলেন, ‘আমি সকাল থেকেই বিএনপির গণ-অবস্থান কর্মসূচি এলাকায় আছি। এমন কোনো ঘটনা ঘটেছে বলে আমার জানা নেই। তবে, বিষয়টি খোঁজ নিয়ে দেখছি।’
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) উপাচার্য হিসেবে নিয়োগ পাওয়ার এক দিন পর যোগদান করেছেন বুয়েটের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক (অব.) ড. মো. মাকসুদ হেলালী। তিনি একজন বীর মুক্তিযোদ্ধা। আজ শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে তিনি যোগদান করেন।
৬ মিনিট আগেকুড়িগ্রামের রৌমারীতে জমিসংক্রান্ত বিরোধের জেরে সংঘর্ষে তিনজন নিহত হওয়ার ঘটনায় মামলা হয়েছে। এ ঘটনায় দুই নারীসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
৭ মিনিট আগেআসাদুজ্জামান রিপন বলেন, সরকারের উপদেষ্টা পরিষদের অধিকাংশই প্রশাসনিক অভিজ্ঞতা ও দক্ষতা থেকে বঞ্চিত। অনেক মন্ত্রণালয় আজ স্থবির হয়ে পড়েছে। দেশের নানা সংকটে সরকার যে কার্যকর নেতৃত্ব দিতে ব্যর্থ, তা দিন দিন স্পষ্ট হয়ে উঠছে।
১৩ মিনিট আগেসাগরে নিম্নচাপের কারণে অস্বাভাবিক জোয়ারে নোয়াখালী দ্বীপ উপজেলা হাতিয়ার নিঝুম দ্বীপসহ নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। আজ শুক্রবার সকালে জোয়ারের পানিতে নিঝুম দ্বীপের প্রধান সড়কটি সম্পূর্ণ তলিয়ে যায়। একই অবস্থা হয় উপজেলার নলচিরা, সোনাদিয়া ও সুখচর ইউনিয়নে।
২৩ মিনিট আগে