Ajker Patrika

ময়মনসিংহে বিএনপি-আওয়ামী লীগ পাল্টাপাল্টি ধাওয়া, বিস্ফোরণ

ময়মনসিংহ প্রতিনিধি
আপডেট : ১১ জানুয়ারি ২০২৩, ১৬: ৫৩
ময়মনসিংহে বিএনপি-আওয়ামী লীগ পাল্টাপাল্টি ধাওয়া, বিস্ফোরণ

ময়মনসিংহে বিএনপির গণ-অবস্থান চলাকালে আওয়ামী লীগের নেতা-কর্মীদের সঙ্গে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে।

আজ বুধবার দুপুরে নগরীর হরি কিশোর রায় রোডে বিএনপির কর্মসূচির মঞ্চের ২০০ গজ দূরে এ ঘটনা ঘটে। এ সময় বিস্ফোরণের শব্দও শোনা যায়।

বিএনপির কেন্দ্রীয় (ভারপ্রাপ্ত) দপ্তর সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন, ‘আজ বেলা ১১টার দিকে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নগরীর হরি কিশোর রায় রোড এলাকায় কয়েক হাজার নেতা-কর্মীকে নিয়ে গণ-অবস্থান কর্মসূচি শুরু করি। এ সময় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা দা ও লাঠি নিয়ে হামলা করে কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটায়। পরে বিএনপির নেতা-কর্মীরা প্রতিহত করলে হামলাকারীরা পিছু হটে।

গণঅবস্থান কর্মসূচির সময় বিএনপি-আওয়ামী লীগের নেতা কর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়া। এর আগে নগরীর যুবলীঘাট এলাকায় গফরগাঁও থেকে আসা নেতা-কর্মীদের বাসে আওয়ামী লীগের নেতা-কর্মীরা হামলা চালান বলেও তিনি অভিযোগ করেন।

তবে হামলার অভিযোগ অস্বীকার করে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল আজকের পত্রিকাকে বলেন, ‘আমাদের কোনো নেতা-কর্মী হামলার সঙ্গে জড়িত না। তারা (বিএনপি) নিজেরাই এসব করে আমাদের ওপর দায় চাপাতে চাইছে।’

গণঅবস্থান কর্মসূচির সময় বিএনপি-আওয়ামী লীগের নেতা কর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়া। বাবুল আরও বলেন, ‘কোনো পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে কি না, তা আমার জানা নেই। তা ছাড়া আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের নিয়ে আমাদের দলীয় কার্যালয়ে আলোচনা করছি।’

এ বিষয়ে ময়মনসিংহ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহিনুল ইসলাম বলেন, ‘আমি সকাল থেকেই বিএনপির গণ-অবস্থান কর্মসূচি এলাকায় আছি। এমন কোনো ঘটনা ঘটেছে বলে আমার জানা নেই। তবে, বিষয়টি খোঁজ নিয়ে দেখছি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত