Ajker Patrika

মেস থেকে ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

ময়মনসিংহ প্রতিনিধি
মেস থেকে ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

ময়মনসিংহে মেস থেকে হাসিবুল ইসলাম শিহাব (২৪) নামে এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার বিকেলে নগরীর খাগডহর ঘুন্টি মহল্লার একটি মেস থেকে মরদেহ উদ্ধার করা হয়।

হাসিবুল ইসলাম শিহাব রাজধানীর কামরাঙ্গী চর এলাকার রিয়াজ উদ্দিনের ছেলে। সে ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী।

ময়মনসিংহ নগরীর ৩ নম্বর পুলিশ ফাঁড়ির ইনচার্জ রাসুল সামদানী আজাদ বলেন, হাসিবুল ইসলাম শিহাব মেসের নিজ কক্ষে গতকাল রাতে ঘুমাতে যায়। সকাল গড়িয়ে বিকেল হয়। কিন্তু, সে কক্ষ থেকে বের হয় না। পরে তাকে এক সহপাঠি ডাকাডাকি করে। কিন্তু, কোনো সাড়া না পেয়ে জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ ফোন করলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মেসের দরজা ভেঙে বিছানায় তার মরদেহ পড়ে থাকতে দেখে। পরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

রাসুল সামদানী আজাদ আরও বলেন, ধারণা করা হচ্ছে স্ট্রোক করে মারা যেতে পারে। তবে, ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ বলা যাবে। তার মৃত্যুতে পরিবার ও পুরো ক্যাম্পাসে শোকের ছায়া নেমে এসেছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত