Ajker Patrika

বাকৃবি সাংবাদিক সমিতির সভাপতি রাকিব, সম্পাদক রনি

বাকৃবি প্রতিনিধি
বাকৃবি সাংবাদিক সমিতির সভাপতি রাকিব, সম্পাদক রনি

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (বাকৃবিসাস) নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে বাকৃবি সাংবাদিক সমিতির কার্যালয়ে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। ১৪ সদস্য বিশিষ্ট নতুন কমিটিতে সভাপতি হিসেবে দৈনিক ইনকিলাবের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি রাকিবুল হাসান রাকিব এবং সাধারণ সম্পাদক হিসেবে দৈনিক আজকের পত্রিকার বিশ্ববিদ্যালয় প্রতিনিধি হাবিবুর রনি নির্বাচিত হয়েছেন।

এতে সদ্য বিদায়ী সভাপতি আবুল বাশার মিরাজ প্রধান নির্বাচন কমিশনার ছিলেন। এ ছাড়া সাবেক সভাপতি দীন মোহাম্মদ দীনু ও মো. শাহীদুজ্জামান সাগর সহকারী নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন। 

কমিটির অন্য সদস্যরা হলেন সহসভাপতি জাহিদ হাসান (দ্য ডেইলি সান), যুগ্ম-সম্পাদক মো. রাফি উল্লাহ (বার্তা বাজার), সাংগঠনিক সম্পাদক মো. আতিকুর রহমান (দ্য এশিয়ান এইজ), কোষাধ্যক্ষ তানিউল করিম জীম (দৈনিক শেয়ারবিজ), দপ্তর সম্পাদক মুসাদ্দিকুল ইসলাম তানভীর (ঢাকা পোস্ট) এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক ইফতে খারুল ইসলাম সৈকত (দৈনিক খোলা কাগজ)। 

এ ছাড়া কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন মো. আবদুল আউয়াল মিয়া (বাংলা ট্রিবিউন), মো. নাবিল তাহমিদ (দৈনিক ইত্তেফাক), শাহীন সরদার (দৈনিক যুগান্তর) এবং আশিকুর রহমান (দৈনিক সমকাল)। কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন মুসফিকুর রহমান সিফাত (দ্য নিউ এইজ) এবং আবুল বাশার মিরাজ (দৈনিক কালের কণ্ঠ)। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত