Ajker Patrika

সড়কের পাশে পড়ে ছিল কাপড়ে মোড়ানো নবজাতকের লাশ

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি
সড়কের পাশে পড়ে ছিল কাপড়ে মোড়ানো নবজাতকের লাশ

সড়কের পাশে শপিং ব্যাগে কাপড়ে মোড়ানো অবস্থায় এক নবজাতকের লাশ উদ্ধার করা হয়েছে। আজ শুক্রবার ভোরে ময়মনসিংহের নান্দাইল উপজেলার সদর ইউনিয়ন থেকে লাশটি উদ্ধার করা হয়। 

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সড়কের পাশে শপিং ব্যাগে রক্তাক্ত কাপড়ে মোড়ানো অবস্থায় ওই নবজাতককে দেখা যায়। সদর ইউনিয়নের হেমগঞ্জ হাটে যাওয়ার সময় স্থানীয়রা সেটি দেখতে পেয়ে জাতীয় জরুরি সেবা ৯৯৯–এ ফোন দেয়। পরে খবর পেয়ে নান্দাইল মডেল থানা–পুলিশ ঘটনাস্থলে গিয়ে নবজাতকের মরদেহ উদ্ধার করে।  

এ বিষয়ে নান্দাইল মডেল থানার উপপরিদর্শক (এসআই) আ. সালাম তালুকদার বলেন, ‘জাতীয় জরুরি সেবা ৯৯৯–এর ফোনের মাধ্যমে বিষয়টি জানতে পারি। পরে ঘটনাস্থলে পুলিশ তাৎক্ষণিক পরিদর্শন করে। স্থানীয়দের সহায়তায় মৃত নবজাতকে দাফন করা হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত