Ajker Patrika

ময়মনসিংহে সেপটিক ট্যাংকে নেমে প্রাণ গেল নির্মাণশ্রমিকের

ময়মনসিংহ প্রতিনিধি
ময়মনসিংহ মহানগরীতে সেপটিক ট্যাংকের পাশে লোকজনের ভিড়। ছবি: আজকের পত্রিকা
ময়মনসিংহ মহানগরীতে সেপটিক ট্যাংকের পাশে লোকজনের ভিড়। ছবি: আজকের পত্রিকা

ময়মনসিংহে সেপটিক ট্যাংকে নেমে এক নির্মাণশ্রমিক প্রাণ হারিয়েছেন। মহানগরীর শম্ভুগঞ্জ নলুয়াপাড়া এলাকায় গতকাল রোববার সন্ধ্যায় একটি নির্মাণাধীন ভবনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শ্রমিকের নাম মামুন মিয়া (১৯)। তিনি সদর উপজেলার আলালপুর নামাপাড়ার কাছু মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, মামুন অন্য শ্রমিকদের সঙ্গে বেশ কয়েক দিন ধরে ওই ভবনে নির্মাণকাজ করছিলেন। গতকাল তিনি নবনির্মিত সেপটিক ট্যাংক থেকে কাঠ তুলতে নামেন। ট্যাংকে নামার কিছুক্ষণ পর তাঁর কোনো সাড়াশব্দ না পেয়ে সহকর্মীরা উঁকি দিয়ে দেখেন, তিনি ভেতরে পড়ে আছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে ফায়ার সার্ভিসকে বিষয়টি জানায়। ফায়ার সার্ভিসের কর্মীরা এসে মামুনকে মৃত অবস্থায় উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করেন।

জেলা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার জুলহাস উদ্দিন বলেন, ‘পুলিশের কাছে খবর পেয়ে ঘটনাস্থলে যাই। সেখানে গিয়ে সেপটিক ট্যাংকের ভেতর থেকে মৃত অবস্থায় মামুন মিয়াকে উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।’

এ বিষয়ে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফোন-ইন্টারনেট ভাতা পাচ্ছেন মাঠ প্রশাসনের সব কর্মচারী

ভাড়া বাড়িতে চলা ১৬ বিশ্ববিদ্যালয়ে ভর্তিসহ সব শিক্ষা কার্যক্রম বন্ধের নির্দেশ

পিপির বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব ৪৯ জন সহকারী পিপির

জোবাইদার নিরাপত্তার নামে প্রতিবেশীদের বিরক্ত না করার নির্দেশ তারেক রহমানের

শান্ত যে কারণে টি-টোয়েন্টি দলে, মিরাজ কেন নেই

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত